মানুুষ
রাবেয়া বেগম লাকী

.........................
আজব এক সৃষ্টি তার
করল আল্লাহ দুনিয়ায়,

বিদ্যা বুদ্ধি জ্ঞানে গুণে
তার কভু জুড়ি নাই।
বিশ্বাস করে যখন তারে
দিবে তুমি মনে ঠাঁই,
কল্পনার প্রসাদ গড়ে
দিতে পারে জীবন টাই।
হাসি কান্নায় সুখেদুঃখে
যখন তুমি রবে পাশে,
কাঁচ তখন হিরা হয়ে
থাকবে পরম বিশ্বাসে।
মমতার বাহু ডোরে
রাখবে যতই যতন করে,
কাঁচ কভু হয়না হিরে
স্বার্থ শেষে যাবেই ছেড়ে।
ভালোবাসার ফুলঝুরি তে
জ্বালায় মিথ্যার ফানুস!
খোদাতায়ালার সেরা সৃষ্টি
আজব একখান মানুুষ!!!!!!
 
Top