0

একটু খানি দয়া
__________________
উম্মুল খাইর
------------------------------

আশপাশের অনেক শিশু
অনাহারে থাকে,
খাবার খুঁজে ছুটছে তারা
অলি-গলির বাঁকে।
অন্ন খুঁজে দিনানুদিন
ঘুরছে হন্য হয়ে
দয়াহীনে ঘুরছে তারা
দুঃখ-কষ্ট সয়ে।
দয়া-মায়ার ছায়া কভু
বুঝে না তো তারা
আকাশ নিচে কাটায় বেলা
হয়ে বাধঁন হারা।
টোকাই নামে ডাকি তাদের
ধমকায় অহর্নিশ,
দয়ার ধার ধারে না তো
মানুষরূপী কিছু বৃষ।
পারি না কি থাকতে পাশে
হয়ে তাদের ছায়া?
জীবন যে বদলে যাবে
পেয়ে একটুখানি মায়া।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top