পরমসহিষ্ণু 

রাবেয়া বেগম লাকী
..................
ডিজিটাল বাংলার আনধারের রুপে

হলাম আমি মুগ্ধ!
তাপদাহে সিদ্ধ হয়ে ও
হই না তো ক্ষুব্ধ!
বিদ্যুৎ বিহীন কাটাই রজনী
জোনাকির আলোয় লিখি কবিতা
মনটাকে করি সমৃদ্ধ।।
সহিষ্ণুতার পরাকাষ্ঠা দেখাই
পরমসহিষ্ণু আমি উন্নয়নের
জয় গান গাই,
ক্ষুব্ধ হওয়া কি আমাকে মানায়!
লোডশেডিং এর মাঝে ও তাই
ডিজিটালের রুপ দেখে যাই।।
আমি যে সহিষ্ণুতার পরাকাষ্ঠা দেখাই।
 
Top