মন কাব্য -৫১
- নূরুজ্জামান ফিরোজ
মনের তালা খুলবো যে !
মনের ভেতর জাগলে দহন
মন কি নদীর কূল বোঝে ?
মন বোঝে না তখন রূপোর
চাঁননী পসর রাত,
দীঘল প্রেমের উৎপীড়নে
হয় সে কুপোকাত।
মনের তারায় দুলবো যে !
ভালবাসার কষ্ট যাপন
মনটা কি একচুল বোঝে ?
মনরাখা দায় বেঁধে সুতায়
নাটাই ছেঁড়া ঘুরি,
তখন থেকেই হয় শুরু এই
মনের লুকোচুরি।
মিছে আশায় ভালবাসায়
বেলুন ফোলা ফুলবো যে !
তবে কি আর এই দুনিয়ার
মনের মানুষ ভুল বোঝে?
চাঁননী পসর রাত,
দীঘল প্রেমের উৎপীড়নে
হয় সে কুপোকাত।
মনের তারায় দুলবো যে !
ভালবাসার কষ্ট যাপন
মনটা কি একচুল বোঝে ?
মনরাখা দায় বেঁধে সুতায়
নাটাই ছেঁড়া ঘুরি,
তখন থেকেই হয় শুরু এই
মনের লুকোচুরি।
মিছে আশায় ভালবাসায়
বেলুন ফোলা ফুলবো যে !
তবে কি আর এই দুনিয়ার
মনের মানুষ ভুল বোঝে?
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন