আমার গাঁ
মো. গোলাম মোস্তফা টুটুল
ঐ যে দেখ যাচ্ছে দেখা
আমার ছোট্ট গাঁ
ঘুরছে দেখ দস্যি ছেলে
উরেছে পাখির ছা।
.
ঝাকড়া চুলে বাবরি দুলে
গাইছে বাউল গান,
হাওয়ার তালে চলছে তরী
হচ্ছে শিতল প্রান।
.
কৃষান চাচা খাটছে মাঠে
ঘুচতে সকল দুখ
সোনার ফসল ফললে তখন
আসবে ঘরে সুখ।
.
অপন মনে গাছের তলে
ক্লান্ত রাখাল বসে
কল্প রাজ্যে পরীর সাথে
করছে গল্প রসে।
.
নদীর স্রোতে মাঝির ছেলে
ধরছে দেখ গৃণ
আপন মনে খাচ্ছে জেলে
পান্তা ইলিশ নুন।
.
আরো আছে আমার গাঁয়ে
সবুজ শ্যমল ঘাঁস
নয় ঝামেলা অনেক সুখে
করছি সবাই বাস।
আমার ছোট্ট গাঁ
ঘুরছে দেখ দস্যি ছেলে
উরেছে পাখির ছা।
.
ঝাকড়া চুলে বাবরি দুলে
গাইছে বাউল গান,
হাওয়ার তালে চলছে তরী
হচ্ছে শিতল প্রান।
.
কৃষান চাচা খাটছে মাঠে
ঘুচতে সকল দুখ
সোনার ফসল ফললে তখন
আসবে ঘরে সুখ।
.
অপন মনে গাছের তলে
ক্লান্ত রাখাল বসে
কল্প রাজ্যে পরীর সাথে
করছে গল্প রসে।
.
নদীর স্রোতে মাঝির ছেলে
ধরছে দেখ গৃণ
আপন মনে খাচ্ছে জেলে
পান্তা ইলিশ নুন।
.
আরো আছে আমার গাঁয়ে
সবুজ শ্যমল ঘাঁস
নয় ঝামেলা অনেক সুখে
করছি সবাই বাস।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন