আঞ্চলিক সিলেট 
আঃজব্বার 


খিতাগো মাই হাছনা তুই খিতা আমার বালা চাছনা, 

দামান্দ আইয়্যা উবাই রইলো- থুই খেন জাছনা। 
থর মুণে খিতা দুখ্হ- আমার খাছে খছনা। 
বাবা থুমি বেঠা মানুষ- আমার খথা বুঝবায়নি, 
দামান্দ থোমার গান্জা খাইয়্যা- দেখায় খেনে মুস্হানি। 
মাঝে মাঝে মদ খাইয়্যা- আমায় ডাখে মামানি, 
আমি খুনতা খইলে থারে- আমারে দেয় খাচুনি। 
হাছা খইরা খওচে বাবা- সুখি মানুষ অউথানি। 
বাবা থুমি বিয়া খইরা- দিলায় খত জমি, 
বছরে বছরে দেও খথ- সোনা গয়না দামি। 
মায় পাইচুইন থোমার মথ- বালা এখটা স্বামী, 
থার মত পুংগার ঘড়- যাইথাম না আর আমি। 

..................................................................
..................................................................
 ভাবতাম আগেবিদেশ গিয়ে হইবো প্রবাসি 
টাকা পয়সা কামাই কইরা,করবো বিলাসি। 
ভাই বোনেরা থাকবেনা কেউ,ঘরে উপাসি 
বদলে যাবে জীবন আমার,হবে ভাগ্যরাশি। 
গায়ের মেয়ে দেখলে আমায়,হইবে উদাসি 
পিছে পিছে ঘুরবে আবার,বলবে ভালোবাসি 
আমার মুখে থাকবে শুধু,মুচকি মুচকি হাসি। 
হইলোনাতো মনের আশা,বাজলো বিরাশি 
এখন আমি জাত কলঙ্কে,ওমান প্রবাসি। 
 মোবাইল ফোনে খবর দিছে,আমার বড় মাসি 
অামার নাকি বয়স বেশি,দেখতে পচাশি 
বিয়ার বয়স শেষ হয়েছে,হইতে বলছে খাসি।
 
Top