পেছনের পথ
..............আসলাম প্রধান
পাপ করে সেই পাপের কথালোক সমাজে জানান দিস
মুর্খ বলেই উচ্চস্বরে
গর্ব করার ভাব করিস !
দোষের বোঝা মাথায় নিয়ে
সব মানুষের ভুল ধরিস
একটু ছুতোয় নগ্ন হয়ে
ব্যাপার হুলুস্থূল করিস !
লাজ শরমের মাথা খেয়ে
অন্যকে জব্দ করিস
চাপার জোরে বাইরে ঘরে
ভণ্ডামি শব্দ করিস !
পেছন ফিরে একটুখানি তাকা-
যে পথ দিয়ে হেঁটে এলি
দেখতে পাবি পথটা কত বাঁকা !
সব মানুষের ভুল ধরিস
একটু ছুতোয় নগ্ন হয়ে
ব্যাপার হুলুস্থূল করিস !
লাজ শরমের মাথা খেয়ে
অন্যকে জব্দ করিস
চাপার জোরে বাইরে ঘরে
ভণ্ডামি শব্দ করিস !
পেছন ফিরে একটুখানি তাকা-
যে পথ দিয়ে হেঁটে এলি
দেখতে পাবি পথটা কত বাঁকা !
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন