শান্তি আসুক

-ফাতেমা জাহান লুবনা

এখানে সেখানে শুনতে পাই কেন আমি ক্ষুধিতের ক্রন্দন?

পথে ঘাটে আজ হারায় কেন নারীরা সম্ভ্রম?
মাটি নিয়ে কাড়াকাড়ি করে লাশ হয়ে যায় গুম,
সন্ত্রাসীদের উৎপাতে শান্তি হারায় ঘুম।
টাকার ভালোবাসায় স্বজন হয়ে ওঠে অচেনা কেউ,
হৃদয়ের মাঝে তাই বয়ে যায় শূন্য নদীর ঢেউ।
দেশে দেশে হত্যা; লুন্ঠন ;বাড়ছে ব্যভিচার,
নিজের দেশেও বেড়েছে কত যে হাহাকার।

এই পৃথিবীর পীঠে আছো মানুষ কালকে রবে পেটে,
যতকালই আয়ু পাও না তুমি একথা সত্যি বটে।
লালসায় পড়ে হারিয়ে ফেললে সততার আলো,
অন্ধ কবরের সঙ্গী তবে তো সাপ-বিচ্ছুই হল।
এসো ফিরে এসো তুমি শান্তি নিকেতনে,
কাটাও জীবন পরার্থে এই পার্থিব ক্ষণে।
ক্ষণ জীবনে লালসা করে ব্যর্থ করো না
চিরকাল,
মনের কালিমা ধূয়ে মুছে সব তুলে দাও সত্যের পাল।
শান্তি আসুক পথে ঘাটে; শান্তি আসুক ঘরে,
শান্তি আসুক ধনী দরিদ্র সব মানুষের তরে।
শান্তি আসুক গ্রামে গ্রামে ;শান্তি আসুক দেশে,
শান্তিকামী সব মানুষই স্বর্গে যাবে শেষে।
 
Top