মন ভাল করার সহজ উপায় !!!
-------------------------সেলিম উদ্দিন

► কোন কারণে কি আপনার মন ভাল নেই? তবে আসুন বিটিভি দেখি মন ভাল হয়ে যাবে।আপনার জন্য পৃথিবীর যাবতীয় সুসংবাদ নিয়ে অপেক্ষা করছে বিটিভি।
► আধুনিক যুগের সক্রেটিসদের দেখার ইচ্ছে আছে? তবে আসুন রাতে চ্যানেলগুলোতে চোখ রাখুন। কতিপয় সক্রেটিস আপনাকে যে জ্ঞান দান করবেন তাতে আপনার বাকী জীবনে আর কোন সমস্যাই থাকবে না।
► গোয়েবল্‌স এর নাম শুনেছেন কিন্তু দেখেন নি বলে মনে কষ্ট পাচ্ছেন? তবে সরকারের মন্ত্রী আমলাদের ওয়াজ নসিহত শুনুন।আপনার মনোবেদনা দূর হয়ে যাবে।
► আপনি কোন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অথচ তার সমাধান খুঁজে পাচ্ছেন না? সমস্যা নেই আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর সাহায্য নিন। মসজিদের ভেতর থেকে হলেও ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে আ্না হবে।
► আপনার পরিবারে কি কোন পুরোনো মামলা আছে যার কোন সাক্ষ্য প্রমাণ আপনি খুঁজে পাচ্ছেন না? তবে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিটরদের সাথে যোগাযোগ করুন।
► আপনি বিনা প্রতিদ্বন্ধিতায় এপ পি, উপজেলা চেয়ারম্যান এবং হালে ইউ পি চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হতে চান? দেরি না করে সরকারি দলে যোগদান করুন। অথবা ভিটামিন "M" নিয়ে কোন প্রভাবশালী নেতার সাথে যোগাযোগ করুন।
► আপনি কি ইদানীং শরীরে বল পাচ্ছেন না? দূর্বল লাগছে নিজেকে? তবে 'মুক্তিযুদ্ধের চেতনা' নামক টেবলেট খান। দেখবেন শরীর চাঙ্গা হয়ে গেছে।
► আপনি কি বেকার? অনেক চেষ্টা করেও আয়ের কোন পথ খুঁজে পাচ্ছেন না? ধর্ম বিরুধী ব্লগার হয়ে যান। আপনার জীবন হুমকিতে আছে এ গ্রাউন্ডে ইউরোপ-আমিরিকার স্থায়ী ভিসা পেয়েও যেতে পারেন।
► আপনার কি ছাত্রত্ব শেষ ? কিন্তু কি করবেন বুঝতে পারছেন না? চোখে শর্ষে ফুল দেখছেন? আজই কয়েকজন টোকাই নিয়ে কোন নামী দামী কলেজ দখল করে নিন। তবে নেতাদের আর্শীবাদ নিতে ভুলবেন না।পুনশ্চঃ লোকাল থানায় কিনতু জোরালো কানেকশান রাখবেন। আখেরে ফায়দা হবে।
► আপনি কি ভূমিহীন? এই আর্থিক টানপোড়নের দিনে বাসা ভাড়া দিতে গলদগর্ম হচ্ছেন? তবে সরকারের বিরুদ্ধে কিছু দিন তুমুল আন্দোলন করে রাতের বেলা সরকারের বিশেষ দূতের সাথে যোগাযোগ করুন। ভাগ্য ভাল হলে রেলওয়ের কয়েক কোটি টাকার জমি পেয়েও যেতে পারেন।
► গোপাল ভাঁড়ের নাম শুনেছেন কিন্তু দেখেন নি বলে কি আপসোস আছে? জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় একবার ঘুরে আসুন। আপনার মনোবাসনা পূর্ণ হয়েও যেতে পারে।

বিঃদ্রঃ ইহা কাহাকেও ইচ্ছা করিয়া আঘাত করার মন মানসিকতা পোষণ করিয়া লিখা হয় নাই। পড়িয়া মনক্ষুন্ন হবার সম্ভাবনা দেখা দিলে ওখানেই পড়া বন্ধ করুন।
 
Top