জীবিকার হাতিয়ার
-----------------
হাতুড় দে মা হাতুড়!

খিদের জ্বালায় ভাঙবো পাথর
থাকবোনা আর আতুর,
হাতুড় নিলাম হাতুড়!

দুইশ ঘায়ে একমুঠো ভাত
আধা চামুচ ডাল,
চারশ ঘায়ে আলুর ভর্তা
একটু লংকা-ঝাল।
পাঁচশ ঘায়ে নুন মরিচ আর
একটি গেলাস পানি,
ছয়শ ঘায়ের বিনিমেয়ে
পিঁয়াজ-রশুন কিনি।
সাতশ থেকে আটশ ঘায়ে
আর একমুঠো চাল,
এসব দিয়ে কোনরকম
চলবে আমার কাল।
হাজার ঘায়ের বিনিময়ে
বিশটি টাকা পাই,
সেই টাকাতে বাবার জন্য
ঔষধ নিয়া যাই।
এই ভাবে মোর আযু বাড়ে
হাড়ে ব্যথা থাকে হাড়ে
বুকের ব্যথা বুকে!
তবুও আমি সুখে আছি
বড্ড বেশী সুখে।
-আদিল হাসান
 
Top