আমাকে বাঁচতে দাও
----মো. আবদুল বাতেন
---------------
শেষ শব্দের শেষ অক্ষরের ব্যঞ্জনার অন্তহিত ব্যকুল প্রলাভ
আমাকে বাঁচতে দাও
আমাকে বলতে দাও
আমি শেষত্বক একবার শুধু একবার
দেখতে চাই
সকালের সূর্য,ভোরের কুয়াশা
পাতার আগুন,চোখ পোলা রাত জাগা তাহাজ্জুতের মানুষ
নিপাতিত গজব তবু দুর হোক
আমাকে নিয়ে চল ফাসির কাষ্টে
আমার মুখ ডেকো না কালো কাপড়ে
শেষ হাসিটা আমি দেখাতে চাই জল্লাতকে
আমি কেদে নয় হাসি মুখে জীবন শুরু করতে চাই....