0
চাকর উপাখ্যান

চাকুরী করে যে জন,
চাকর হয় ছাবিদ
ইবাদত যে জন করে,
গন্য হয়  আবিদ ।।

গোলামী করে যে জন,
গোলাম তারে কয়
ওহীধারী বিজ্ঞজনই ,
সমাজে আলেম হয় ।।

অর্থভেদে  চাকর, গোলাম,
আবিদ সমান হয়
মুনিবের তুষ্টি সাধনে ,
সকলেই ব্যাস্ত রয় ।।


চাকর যদি করে হেলা,
চাকুরীর যত কর্ম
গোলাম যদি উদাস রয়,
পালনে তার ধর্ম ।।

আবিদ যদি নিজ ইবাদতে,
মশগুল নাহি হয়
অন্তরে তার নাহি থাকে ,
মহান প্রভুর ভয় ।।

ফলতঃ শেষে সকল গোলাম,
স্বীয় কর্তার কাছে
লাঞ্চিত হবে, বঞ্চিত হবে,
মুজুরী-পুরস্কার পাছে ।।

চাকরের কাজ চাকর করবে,
গোলামের কাজ গোলাম
আবিদের কাজ করবে আবিদ,
করবে মালিকে সালাম ।।

তবেই ধন্য চাকর-গোলাম ,
আবিদ ধন্য ইবাদতে
ইহকালে মিলবে মুজুরী সঠিক,
পাবে পুরস্কার আখিরাতে ।।

হয়েউঠি মোরা ভাল গোলাম ,
ইবাদতে শ্রেষ্ট আবিদ
বিচার দিবসে ব্যার্থ নাহই ,
নিজকর্ম করতে ছাবিদ ।।

 “ আজম খান

২৪/০৫/২০১৬ ইং

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top