এমন যদি হতো
ই স লা ম ত রি ক


এমন যদি হতো
জলপরীদের মতো,
জলের মাঝে পাখনা মেলে
ভেসে যেতাম হেসে খেলে।
কেমন মজা হতো?
:
এমন যদি হতো
পঙ্খীরাজের মতো,
উড়ে যেতাম অচিন পুরে
গান গাইতাম মিষ্টি সুরে।
কেমন মজা হতো?
:
এমন যদি হতো
পালোয়ানের মতো,
সব পাপাচার বন্ধ করে
সুখ বিলাতাম মনটি ভরে।
কেমন মজা হতো?
:
এমন যদি হতো
সত্য রাজের মতো,
সত্য ন্যায়ে দেশ গড়াতাম
সমাজ থেকে দূর করিতাম
পাপ অনাচার যতো।
তবে কেমন মজা হতো?
তবে কেমন মজা হতো?
----------------------------------
2//
স্বপ্ন
দীদার মাহদী

এখন আমি ছোট্ট অতি,
খুব বেশি নয় চলার গতি,
স্বপ্ন আছে তবু,
একদিন আমি বড়ো হবো,
অমর হয়ে বেঁচে রবো,
ভুলবে না কেউ কভূ ৷
——
জ্ঞানের আলোয় সমাজটাকে,
বিশেষ করে আমার গাঁকে,
করবো আলোকিত,
যতই বাধা আসবে আসুক,
অসাধুরা হাসলে হাসুক,
না হবো না ভীত ৷
——
দেশ ও দশের জন্য আমি,
থাকবো সদাই কল্যাণকামী,
স্বার্থ ছাড়াই রত,
শান্তি কায়েম করতে গিয়ে,
নিজকে নিজ বিকিয়ে দিয়ে,
করবো না শির নত ৷
---------------------------------
3//

খোকার স্বপ্ন

মোঃ গোলাম মোস্তফা টুটুল


----------------------
খোকা বাবু করেছে এবার
শক্ত করেই পণ
আম্মুর কথা শুনবে এখন
পড়ায় দেবে মন।
.
করবে না আর দুষ্ট খোকা
পড়তে গিয়ে চুরি
ছোট্ট খোকা ভদ্র ছেলে
নেই কনো তার জুরি।
.
পড়বে খোকা মন বসিয়ে
মস্ত বড়ো হবে।
সবার সাথে থাকবে মিশে
বন্ধু হয়ে রবে।
.
খোকার মনটা বেজায় ভারি
দেশের একি হাল,
কেউ খাচ্ছে লুটে পুটে
কারো ঘরে নেই চাল।
.
খোকা বাবু ভাবছে একা
করতে হবে কিছু
নয়ত আমার এত্ত পড়া
সবযে হবে মিছু।
.
তাইত খোকা শপথ নিলো
হবে দেশের রাজা,
ঘুনে ধরা সমাজটাকে
করবে খোকা তাজা।
-----------------------------------
4//

খোকার ইচ্ছে

সাজিদুর রহমান


.
ইচ্ছে জাগে খোকার মনে
সাজবে রাজার বেশে।
ঘোড়ায় চড়ে যাবে খোকা
দূর তাঁরাদের দেশে।
.
দেখবে তারা ঘুরে ঘুরে
করবে কতো খেলা।
হেসে খেলে খোকা মনির
কাটবে সারা বেলা ।
.
চাঁদের সাথে বলবে কথা
যাবে অচিনপুরে।
সন্ধ্যা হলেও ফিরবেনা সে
আসবে আবার ভোরে।
--------------------------------
5//

খোকার স্বপ্ন

আনিস আরমান


--------------------
আমার খোকার স্বপ্ন ছিলো
সারা বিশ্বজুড়ে
ধনী গরীব থাকবে সবাই
এক চাদরে মুড়ে।
রাজা-প্রজা মিলেমিশে
থাকবে সবাই সুখে,
আপন ভাইয়ের মতো সবাই
টেনে নেবে বুকে।
আমার খোকার স্বপ্ন ছিলো
সোনার বাংলা গড়ার,
বুকের তাজা রক্ত দিয়ে
ন্যায়ের পথে লড়ার।
আমার খোকার স্বপ্ন ছিলো
অনেক বড়ো হবে,
ইতিহাসের পাতায় পাতায়
স্মৃতি হয়ে রবে।
খোকার স্বপন হয়নি পূরণ
যায় অকালে ঝরে,
ঘুমিয়ে গেছে খোকা আমার
ওই যে বালুচরে।
-----------------------------------
 
Top