কষ্ট রাশি রাশি
------------আবদুস সামাদ
------------২১-০৫-১৬ ইং
শ্রাবণের বারিধারায় সিক্ত
পোড়া দু’টো আঁখি,
বেদনার কষাঘাতে আহত
বন্দি হৃদের পাখি।
লাজ-লজ্জায় মুখটা বন্ধ
পারি নাতো সইতে,
জীবনটা নুয়ে গেলো মোর
পারিনা ভার বইতে।
ভেঁজা চোখে ভাঙা বুকে
চাঁদের মত হাসি,
যতই আমি মুচকী হাসি
কষ্ট রাশি রাশি।
*********--অনুকাব্য--*********
-------প--রি--ত্রা--ন-------
---------------আবদুস সামাদ
---------------২১-০৫-১৬ ইং
নির্মম বাস্তবতা শুনে বাড়ে অভিমান,
কখন হেরে যায় স্বচ্ছ, শুভ্র মুক্ত জ্ঞান,
এভাবে আর কতদিন ?
পাবো কি সেই সুদিন ?
নাকী চিরবিদায়েই মিলবে পরিত্রান ?
***--মেঘের বাঁধায়--***
----------------আবদুস সামাদ
----------------সিরাজগঞ্জ
----------------২০-০৫-১৬ ইং
মেঘের বাঁধায় রোদ টুটেছে
নামবে বুঝি ঢল,
শুকনো মাঠে বইবে এখন
ঘন বর্ষার জল।
জামা খুলে বইদের বেঁধে
দৌড় বাড়ি পানে,
কাঁদা জলে ফিরবে বাড়ি
হাঁটু জলের বানে।
বরষার জলে ভিঁজে বাবু
কাঁপে থর থর,
কাঁথা মুড়ি শুয়ে পরে
গায়ে ভীষণ জ্বর!
এমন দিনে বাইরে নহে
থেকো সবে ঘরে,
কষ্ট তোমার হবে জেনো
জলে ভিজলে পরে।
*--সব সৃষ্টির মন--*
----------আবদুস সামাদ
----------২০-০৫-১৬ ইং
এই আছে, এই নাই
এরই নাম ধরা,
বাড়ি,গাড়ি যা কর
হবে সর্বহারা।
বিজ্ঞ জন ছেড়ে সব
করে মহৎ কর্ম,
যত কৃত কল্যাণময়
ঐটাই বড় ধর্ম।
ধর্মবোধ যার হৃদে বেশী
তিনিই শ্রেষ্ঠ জন,
জয় করতে পারেন তিনি
সব সৃষ্টির মন।
*****-তবুও কত ঢং ? -******
-------------------আবদুস সামাদ
-------------------১৮-০৫-১৬ ইং
পানিরা তৃষ্ঞা মিটায়
বাঁচায় মোদের জীবন,
পাখিরা গান শোনায়
কণ্ঠে মোহনী কীর্তন।
নদের কলতানে শুনি
মায়াবী ছন্দ,
গগনের উদারে মুছে
হিংসে দ্বন্ধ !
বাতাসে দুরে যায়
কষ্টের বেদনা,
ফুল, ফল শস্যরা
দুর করে যাতনা।
জীব-জন্তু পশুরা
পশুরা মিলে,
পুরণ করে ক্ষুধা
শান্তি আনে দিলে।
ওরা এত সব করে
নাই কোন অহং,
শ্রেষ্ট মানুষ ! করেনা কিছু
তবুও কত ঢং ?