শ্রমগীতি
ই স লা ম ত রি ক



সুখ বিলানো ফেরিঅলা
কষ্টাকাশের চন্দ্র,
শ্রমিক হৃদয় একটু সুখে
শ্রমনীতিতে মন্দ্র।।
:
তার পরশে হয় জীবিত
কল-কারখানা যন্ত্র,
কোটিপতির ভোগ বিলাসে
শ্রমিক আসল মন্ত্র।।
:
সবার সুখে যাচ্ছে খেটে
শ্রমিক সুখের সৈন্য,
সুখ বিলাতে জ্বলছে নিজে
যায় না তবু দৈন্য।।
:
যাদের শ্রমে বাড়ছে ক্রমে
উন্নয়নের বিশ্ব,
তার অধিকার যাচ্ছি ভুলে
জাগায় মনে ভীষ্ম।।
:
মুক্ত মনে সবার পণে
শ্রমগীতি হোক সাম্য,
শ্রমনীতিতে ভক্তি বাড়ুক
এ হোক সবার কাম্য।।
:
সান্তাহার,বগুড়া।
 
Top