0



শাপলার কালো রাত
মোঃ আলানূর হোসাঈন
===================
ভুলিনি ভুলিনি বন্ধু , 

সেই শাপলার কালো রাত । 
এখনো আমার কানে বাজে , 
সেই লাখ মুমিনের আর্ত্মনাদ । 
আজ এক বছর বুঝি পূর্ণ হল , 
ফিরে দেখাতে সেই ক্ষত । ভুলিনি ভুলিনি বন্ধু সেই শাপলার কালো রাত ।। 
বাতাসে লাশের গন্ধ ভাসে , এখনো দেখি আমি চোখে । 
বুলেটের আঘাতে সন্তান হারা মা , 
এখনো কাঁদে সে দুঃখে । শত মুমিনের প্রাণ নিয়ে ছিল , 
সেই হাসিনার কালো হাত । 
ভুলিনি ভুলিনি বন্ধু সেই শাপলার কালো রাত ।। 
লক্ষ মুমিন তোমার প্রেমে , এসেছিল শাপলাতে ।
তোমার হাবিবকে করা অপমান , তাগুতের জবাব দিতে । এখনো আগুন লাগেনি রক্তে , শুধু নয় ফরিয়াদ । ভুলিনি ভুলিনি বন্ধু সেই শাপলার কালো রাত ।। বসে থাকলে করবে না ক্ষমা , সেই শহীদের প্রাণ । জান্নাত তুমি পাবে নাকো বন্ধু , পাবে নাকো তাঁর ঘ্রাণ । মোদের তুমি কবুল কর প্রভু , করি আজ মোনাজাত । ভুলিনি ভুলিনি বন্ধু সেই শাপলার কালো রাত ।।।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top