বন্ধু
Aklima Khanam Suma
বন্ধু কারে কয়,
দুটি মনের মিলন হলে বন্ধু তারা হয়।
বন্ধু মানে মনের তটে আছড়ে পড়া ঢেউ,
সুখে-দুখে পাশে পাওয়া কাছাকাছি কেউ।
.
বন্ধু তারা নয়,
সুসময়ে কাছে এসে সাথী হয়ে রয়।
স্বার্থ হাসিল হয়ে গেলে ফিরিয়ে নেয় মুখ,
বিপদ দেখে যায় পালিয়ে, দূর না করে দুখ।
.
বন্ধু সুখের ঘর,
মু'মীন পুরুষ, মু'মীন নারী -বন্ধু পরস্পর।
ভালো কাজে হাত বাড়িয়ে সদা পাশে থাকে,
মন্দ কাজে বাধা দিয়ে ভুল ফিরিয়ে রাখে।
.
বন্ধুর পরিচয়,
মানুষ তাদের স্বভাবমতো বন্ধুপ্রিয় হয়।
দ্বীনদারী ও নীতি দেখে বন্ধু নির্বাচন,
সেই মোতাবেক হাশরে স্থান হবে নির্ধারন।
.
সেরা বন্ধু তিনি,
আল্লাহ এবং শ্রেষ্ট নবীর(সা) বন্ধু হলেন যিনি।
যাকে দেখে রবের কথা হয় হৃদয়ে স্মরণ,
নেয় এগিয়ে বন্ধু বলে- তাকেই করো বরণ।
.......
১৫/০৪/২০১৬ ইং
 
Top