জীবন যুদ্ধের ময়দানে
আব্দুর রহমান আজাদ
.
জীবন মানে যুদ্ধ আর
যুদ্ধ মানেই লড়তে হয়,
ভুলের সাথে যুদ্ধ করে
শুদ্ধ জীবন গড়তে হয়।
.
দুখের সাথে যুদ্ধ করে
সুখের জীবন বাঁধতে হয়,
জীবন যুদ্ধে হেরে গেলে
সারা জীবন কাঁদতে হয়।
.
কষ্টের সাথে যুদ্ধ করে
মিষ্ট জীবন পাইতে হয়,
উথালপাথাল ঢেউনদীতে
জীবন তরী বাইতে হয়।
.
মিথ্যের সাথে যুদ্ধ করে
সত্যে জীবন চালতে হয়,
আধাঁর থেকে বাঁচতে হলে
আলোর মশাল জ্বালতে হয়।
.
জীবন যুদ্ধের ময়দানেতে
শ্রেষ্ট সৈনিক তারাই হয় ,
কাল বৈশাখী ঝড়েও যারা
স্থীর হয়ে দাঁড়াই রয়।
--------------------------------------
২//
জীবন মানে যুদ্ধ আর
যুদ্ধ মানেই লড়তে হয়,
ভুলের সাথে যুদ্ধ করে
শুদ্ধ জীবন গড়তে হয়।
.
দুখের সাথে যুদ্ধ করে
সুখের জীবন বাঁধতে হয়,
জীবন যুদ্ধে হেরে গেলে
সারা জীবন কাঁদতে হয়।
.
কষ্টের সাথে যুদ্ধ করে
মিষ্ট জীবন পাইতে হয়,
উথালপাথাল ঢেউনদীতে
জীবন তরী বাইতে হয়।
.
মিথ্যের সাথে যুদ্ধ করে
সত্যে জীবন চালতে হয়,
আধাঁর থেকে বাঁচতে হলে
আলোর মশাল জ্বালতে হয়।
.
জীবন যুদ্ধের ময়দানেতে
শ্রেষ্ট সৈনিক তারাই হয় ,
কাল বৈশাখী ঝড়েও যারা
স্থীর হয়ে দাঁড়াই রয়।
--------------------------------------
২//
জীবন মানেই
নাছির বিন ইব্রাহীম
-----
জীবন মানেই যুদ্ধ করা সুখের লাগি, দন্দ্ব
জীবন মানেই ক্ষুদ্ধ বাতাস বইকে কবু মন্দ।
-
জীবন মানেই আসবে শত দুঃখ কষ্ট নিত্য
জীবন মানেই ছুটছে যেন ঘোড়ার পিছু ভৃত্য।
-
জীবন মানেই ছবি আকাঁ স্বপ্ন দেখার অভ্যেস
জীবন মানেই হোচট খাওয়া অজান্তে হয় নিঃশেষ।
-
জীবন মানেই আকাশ পানে উড়াল যেন দিচ্ছে
জীবন মানেই আপন মনে ফুল তুলে কেউ নিচ্ছে।
-
জীবন মানেই দিশেহারা অচিন পথের যাত্রী
জীবন মানেই কাটাচ্ছে কেউ ফুটপাতে তার রাত্রি।
-
জীবন মানেই অথৈ সাগড় সমুদ্রেতে ঘূর্ণিপাক
জীবন মানেই সদ্য আসা শিশুটা চায় হই অবাক!
-
জীবন মানেই আশায় থাকা চাতক পাখির দৃষ্টি
জীবন মানেই বিরহ ব্যাথা আর বেদনার সৃষ্টি।
-
জীবন মানেই ভালোবাসা ভালো লাগার ছন্দ
জীবন মানেই সুখ পাখিটার খাঁচা থাকে বন্ধ।
-
জীবন মানেই কান্না-হাসির ভাঙ্গা শনের বসত ঘর
জীবন মানেই লন্ড ভন্ড হটাৎ আশায় ঘূর্ণিঝড়।
-
জীবন মানেই রং তামাশা ক্ষণিক পরেই যায় চলি
জীবন মানেই ভুলের মাশুল দিচ্ছে সদা দেয় বলি।
-
জীবন মানেই খুজছে সদা স্বচ্ছ জীবন পদ্ধতির
জীবন মানেই আসবে হটাৎ সময় কভু ক্ষয় ক্ষতির।
-
জীবন মানেই অন্তবিহীন জীবন পথেই পথ চলা
জীবন মানেই চেপে রাখা কথা গুলো না বলা।
-
জীবন মানেই হারিয়ে যাওয়া সময় গুলো হয় স্মরণ
জীবন মানেই জমাট বাঁধা রক্ত পিন্ডের হয় ক্ষরণ।
-
জীবন মানেই স্রোতে ভেসে কুল হারিয়ে যায় মাঝি
জীবন মানেই গিরি পর্বত পারি দিতে নেয় বাজি।
-
জীবন মানেই শুন্যতা এক বুকের মাঝে হাহাকার শুন্যতা
জীবন মানেই ব্যাথার পাহাড় লই চলা পথ নির্বিকার।
-
জীবন মানেই শংকিত মন সর্বদা রয় ভয় নিয়ে
জীবন মানেই ক্ষয় নিবারণ জোড়া তালির ভর দিয়ে।
-
জীবন মানেই বৃক্ষ মরুর রোদের তাপে যায় জ্বলি
জীবন মানেই মালির হেলায় ফুল নিজেকে দেয় বলি।
-------------------------------------------------
৩//
জীবন মানেই যুদ্ধ করা সুখের লাগি, দন্দ্ব
জীবন মানেই ক্ষুদ্ধ বাতাস বইকে কবু মন্দ।
-
জীবন মানেই আসবে শত দুঃখ কষ্ট নিত্য
জীবন মানেই ছুটছে যেন ঘোড়ার পিছু ভৃত্য।
-
জীবন মানেই ছবি আকাঁ স্বপ্ন দেখার অভ্যেস
জীবন মানেই হোচট খাওয়া অজান্তে হয় নিঃশেষ।
-
জীবন মানেই আকাশ পানে উড়াল যেন দিচ্ছে
জীবন মানেই আপন মনে ফুল তুলে কেউ নিচ্ছে।
-
জীবন মানেই দিশেহারা অচিন পথের যাত্রী
জীবন মানেই কাটাচ্ছে কেউ ফুটপাতে তার রাত্রি।
-
জীবন মানেই অথৈ সাগড় সমুদ্রেতে ঘূর্ণিপাক
জীবন মানেই সদ্য আসা শিশুটা চায় হই অবাক!
-
জীবন মানেই আশায় থাকা চাতক পাখির দৃষ্টি
জীবন মানেই বিরহ ব্যাথা আর বেদনার সৃষ্টি।
-
জীবন মানেই ভালোবাসা ভালো লাগার ছন্দ
জীবন মানেই সুখ পাখিটার খাঁচা থাকে বন্ধ।
-
জীবন মানেই কান্না-হাসির ভাঙ্গা শনের বসত ঘর
জীবন মানেই লন্ড ভন্ড হটাৎ আশায় ঘূর্ণিঝড়।
-
জীবন মানেই রং তামাশা ক্ষণিক পরেই যায় চলি
জীবন মানেই ভুলের মাশুল দিচ্ছে সদা দেয় বলি।
-
জীবন মানেই খুজছে সদা স্বচ্ছ জীবন পদ্ধতির
জীবন মানেই আসবে হটাৎ সময় কভু ক্ষয় ক্ষতির।
-
জীবন মানেই অন্তবিহীন জীবন পথেই পথ চলা
জীবন মানেই চেপে রাখা কথা গুলো না বলা।
-
জীবন মানেই হারিয়ে যাওয়া সময় গুলো হয় স্মরণ
জীবন মানেই জমাট বাঁধা রক্ত পিন্ডের হয় ক্ষরণ।
-
জীবন মানেই স্রোতে ভেসে কুল হারিয়ে যায় মাঝি
জীবন মানেই গিরি পর্বত পারি দিতে নেয় বাজি।
-
জীবন মানেই শুন্যতা এক বুকের মাঝে হাহাকার শুন্যতা
জীবন মানেই ব্যাথার পাহাড় লই চলা পথ নির্বিকার।
-
জীবন মানেই শংকিত মন সর্বদা রয় ভয় নিয়ে
জীবন মানেই ক্ষয় নিবারণ জোড়া তালির ভর দিয়ে।
-
জীবন মানেই বৃক্ষ মরুর রোদের তাপে যায় জ্বলি
জীবন মানেই মালির হেলায় ফুল নিজেকে দেয় বলি।
-------------------------------------------------
৩//
কবি'রও আছে জীবন
রুহুল আমিন
-
পৃথিবীর বহু নগর-মুলুকে করেছি ক্ষণস্থায়ী বসবাস
দেখেছি জীবনের সাথে কিছু কিছু মানুষের উপহাস
ইট-মার্বেল-পাথুরে ছাঁচে তৈরী যেন স্বার্থবাদী শহর
সেই শহরে নিঃসঙ্গতায় কাটে নির্বাক কবিদের প্রহর
বড় ব্যস্ত লোকালয়, ব্যস্ত গলি কারে-কে সুধায় বল
রাত এলেই হুমড়ে পড়ে বিষাদ নিয়ন আলোর ঢল
একাকী কুঠুরিতে বসে লিখছে ঘুমহীন কোনো কবি
তরুণের হাতে পৌঁছার আগেই কবিতা হয় মূলতবি
রোজ শহরে রুদ্রের আলোয় মৃতলাশের গন্ধ ছড়ায়
মধ্যরাতের ক্যাফেতেও মদ ভরা-গ্লাসে বিষ মেশায়
কবি'র লেখায়ও লাশের গন্ধ খুঁজে পিশাচদারী দল
কাছে এলে বুঝা মুশকিল ওদের রঙ মাখানো ছল
রাতের গভীরে ঘুমাক যত সুনসান শহরের রাজপথ
দিন চোখ মেললে বেড়ে যাবে ধূলির উপর জনমত
কে মনে রাখে কবি'র কথা? কবি'রও আছে জীবন
আয়নায় মুখ'ই দেখি; জানি না কি আছে ওঁর পিছন
কবি তোমার কলম থামাতেই ওদের যতসব বাহানা
এমন যুগ-যুগই ছিল, ক্ষণিকের ডোবার কচুরিপানা
কবির কবিতা কেউ না বুঝলে হবে প্রাগৈতিহাসিক
একটু দেরি হলেও খুঁজতে আসবে দুই প্রত্নতাত্ত্বিক
--------------------------------------------------
৪//
পৃথিবীর বহু নগর-মুলুকে করেছি ক্ষণস্থায়ী বসবাস
দেখেছি জীবনের সাথে কিছু কিছু মানুষের উপহাস
ইট-মার্বেল-পাথুরে ছাঁচে তৈরী যেন স্বার্থবাদী শহর
সেই শহরে নিঃসঙ্গতায় কাটে নির্বাক কবিদের প্রহর
বড় ব্যস্ত লোকালয়, ব্যস্ত গলি কারে-কে সুধায় বল
রাত এলেই হুমড়ে পড়ে বিষাদ নিয়ন আলোর ঢল
একাকী কুঠুরিতে বসে লিখছে ঘুমহীন কোনো কবি
তরুণের হাতে পৌঁছার আগেই কবিতা হয় মূলতবি
রোজ শহরে রুদ্রের আলোয় মৃতলাশের গন্ধ ছড়ায়
মধ্যরাতের ক্যাফেতেও মদ ভরা-গ্লাসে বিষ মেশায়
কবি'র লেখায়ও লাশের গন্ধ খুঁজে পিশাচদারী দল
কাছে এলে বুঝা মুশকিল ওদের রঙ মাখানো ছল
রাতের গভীরে ঘুমাক যত সুনসান শহরের রাজপথ
দিন চোখ মেললে বেড়ে যাবে ধূলির উপর জনমত
কে মনে রাখে কবি'র কথা? কবি'রও আছে জীবন
আয়নায় মুখ'ই দেখি; জানি না কি আছে ওঁর পিছন
কবি তোমার কলম থামাতেই ওদের যতসব বাহানা
এমন যুগ-যুগই ছিল, ক্ষণিকের ডোবার কচুরিপানা
কবির কবিতা কেউ না বুঝলে হবে প্রাগৈতিহাসিক
একটু দেরি হলেও খুঁজতে আসবে দুই প্রত্নতাত্ত্বিক
--------------------------------------------------
৪//
জীবন তরী
ই স লা ম ত রি ক
---------------
জীবন তরী চলছে বেয়ে
এক অচেনা নদে
লক্ষ্য ভুলে জীবন আমার
ব্যস্ত নানান পদে।।
:
অভ্রভেদী লক্ষ আশা
জীবন নদীর তীরে
দিন ফুরিয়ে রাত্রী এলো
ভ্রান্ত কাজের ভিড়ে।।
:
এক জীবনের কত্তো ছবি
স্বপ্ন দিয়ে আঁকি
ওপার নদীর সওদা সবি
থাকছে ও ভাই বাঁকি।।
:
জীবন নামের এই সিনেমা
শেষ হবে এক ক্ষণে
আলপনাতে রঙ্গিন স্বপ্ন
থাকবে না আর মনে।।
:
জীবন তরীর এই সফরটি
হোক সকলের ভালো
সত্য ন্যায়ে জীবন গড়ি
জ্বালাই দ্বীনের আলো।।
--------------------------------------
৫//
জীবন তরী চলছে বেয়ে
এক অচেনা নদে
লক্ষ্য ভুলে জীবন আমার
ব্যস্ত নানান পদে।।
:
অভ্রভেদী লক্ষ আশা
জীবন নদীর তীরে
দিন ফুরিয়ে রাত্রী এলো
ভ্রান্ত কাজের ভিড়ে।।
:
এক জীবনের কত্তো ছবি
স্বপ্ন দিয়ে আঁকি
ওপার নদীর সওদা সবি
থাকছে ও ভাই বাঁকি।।
:
জীবন নামের এই সিনেমা
শেষ হবে এক ক্ষণে
আলপনাতে রঙ্গিন স্বপ্ন
থাকবে না আর মনে।।
:
জীবন তরীর এই সফরটি
হোক সকলের ভালো
সত্য ন্যায়ে জীবন গড়ি
জ্বালাই দ্বীনের আলো।।
--------------------------------------
৫//
জীবন মানে
এমআর রকি
জীবন নিয়ে ভাবছে কবি
সকাল হতে রাত,
পায়না খুঁজে কুলকিনারা
পদেপদে সংঘাত।
জনে জনে জিগায় কবি
জীবন কারে কয়?
হাজার জনের হাজার কথা
সব কিছু নয়ছয়।
মেঠোপথে যাচ্ছে হেটে
উদাস মনে কবি,
চক্ষু মেলে মুজুর চাষার
দেখছে জীবন ছবি।
জীবন মানে মরা পাথারে
যত্নে ফসল ফলা,
শ্রমের দামে স্বপ্ন এনে
সুখ সংসার খেলা।
একেবেকে যাচ্ছে নদী
অজানাতে বয়ে,
কবি দেখে খোদার সৃষ্টি
রুপে মুগ্ধ হয়ে।
মাল্লা মাঝি নদীর বুকে
উড়িয়ে জীবন পাল,
স্রোত কিংবা বিশাল ঢেউয়ে
শক্তে ধরে হাল।
এইতো জীবন স্রোতে ভেসেও
সঠিক পথে চলা,
কষ্ট সয়ে বাচঁতে শেখা
সত্য কথা বলা।
---------------------------------
৬//
সকাল হতে রাত,
পায়না খুঁজে কুলকিনারা
পদেপদে সংঘাত।
জনে জনে জিগায় কবি
জীবন কারে কয়?
হাজার জনের হাজার কথা
সব কিছু নয়ছয়।
মেঠোপথে যাচ্ছে হেটে
উদাস মনে কবি,
চক্ষু মেলে মুজুর চাষার
দেখছে জীবন ছবি।
জীবন মানে মরা পাথারে
যত্নে ফসল ফলা,
শ্রমের দামে স্বপ্ন এনে
সুখ সংসার খেলা।
একেবেকে যাচ্ছে নদী
অজানাতে বয়ে,
কবি দেখে খোদার সৃষ্টি
রুপে মুগ্ধ হয়ে।
মাল্লা মাঝি নদীর বুকে
উড়িয়ে জীবন পাল,
স্রোত কিংবা বিশাল ঢেউয়ে
শক্তে ধরে হাল।
এইতো জীবন স্রোতে ভেসেও
সঠিক পথে চলা,
কষ্ট সয়ে বাচঁতে শেখা
সত্য কথা বলা।
---------------------------------
৬//
জীবন
দীদার মাহদী
এই আমাদের ছোট্ট জীবন
অল্প সময় নিয়ে,
সফল হতে চলছি সবাই
চলছি পাল্লা দিয়ে ৷
,,
কেউ হতে চাই এই দুনিয়ায়
কেবল সফলকামী,
কারো কাছে পরকালের
জীবন অনেক দামী ৷
,,
এই দুনিয়ার জীবন যারা
বড়ো করে দেখে,
নৈতিকতার ধার ধারেনা
মন্দটা খুব শেখে ৷
,,
অবৈধ সব কাজের চর্চা
দিবানিশি করে,
এসব লোকই বুঝবে মজা
বুঝবে মরার পরে ৷
,,
এই জীবনের লক্ষ্য ভুলে
উল্টো পথে চলার,
শাস্তি কেমন বুঝবে তখন
মিথ্যে কথা বলার ৷
,,
পরকালের জীবনটাকে
যারা ভালোবাসে,
বিপদ আপদ মুসিবতে
ধৈর্য ধরে হাসে ৷
,,
তাদের জীবন জুড়ে থাকে
আল কুরআনের আলো,
সেই আলোতে যায় কেটে যায়
অন্ধকার ও কালো ৷
,,
পরকালের জীবন যাদের
অনেক সুখের হবে,
তারাই সফল এই জীবনে
যদিও দুঃখে রবে ৷
--------------------------------
অল্প সময় নিয়ে,
সফল হতে চলছি সবাই
চলছি পাল্লা দিয়ে ৷
,,
কেউ হতে চাই এই দুনিয়ায়
কেবল সফলকামী,
কারো কাছে পরকালের
জীবন অনেক দামী ৷
,,
এই দুনিয়ার জীবন যারা
বড়ো করে দেখে,
নৈতিকতার ধার ধারেনা
মন্দটা খুব শেখে ৷
,,
অবৈধ সব কাজের চর্চা
দিবানিশি করে,
এসব লোকই বুঝবে মজা
বুঝবে মরার পরে ৷
,,
এই জীবনের লক্ষ্য ভুলে
উল্টো পথে চলার,
শাস্তি কেমন বুঝবে তখন
মিথ্যে কথা বলার ৷
,,
পরকালের জীবনটাকে
যারা ভালোবাসে,
বিপদ আপদ মুসিবতে
ধৈর্য ধরে হাসে ৷
,,
তাদের জীবন জুড়ে থাকে
আল কুরআনের আলো,
সেই আলোতে যায় কেটে যায়
অন্ধকার ও কালো ৷
,,
পরকালের জীবন যাদের
অনেক সুখের হবে,
তারাই সফল এই জীবনে
যদিও দুঃখে রবে ৷
--------------------------------