---------------------------
কবিতা বিভিন্ন ধরণের হয়ে থাকে | মাত্র দু'লাইনে ও একটি কবিতা হতে পারে |কবিতার লক্ষ্যটা ও ভিন্ন ভিন্ন হতে পারে | কবিতা কখনো কখনো মনের ঘরে একটু সুখের ছোঁয়া , একটু ভালোবাসা, একটু আলো কিংবা একটু সৌন্দর্য অনুভূতি জাগানোর জন্যে ও সৃষ্টি হয় | কবিতা জীবনের দর্পন |সুখ-দুঃখ-সত্য-স্বপ্ন ও সৌন্দর্যের শৈল্পিক আলাপন ! প্রেম-ভালোবাসা ও যৌনতা যেহেতু জীবনের গুরুত্বপুর্ণ-আবশ্যকীয় একটি বিষয় সেহেতু কবিতায় ও প্রেম-ভালোবাসা এবং যৌনতা আসবেই | আমি এখানে আজ বিশেষ করে যৌনতার বিষয়টি নিয়েই অতি সংক্ষেপে কিছু লিখতে বসেছি | কবিতায় অবশ্য ই যৌনতা ও থাকবে | ফেসবুকে আমি কোন কোন যৌন কবিতায় ও লাইক-কমেন্ট করে থাকি ! তবে যাঁরা কবিতায় নগ্নভাবে সরাসরি যৌনতা নিয়ে আসেন তাঁদের কবিতাকে আমি কবিতা বলিনা ! সেটাকে 'সেক্স এড্ ' বলা যায় ! অধূনা কোন কোন কবি তাঁদের কবিতায় এমন খোলামেলাভাবে যৌনতাকে তুলে ধরেন যা কিনা পড়তে ও ঘেন্না লাগে, লজ্জায় মাথা হেট হয়ে আসে ! কবিরা যদি এভাবে কবিতায় যৌনতাকে টেনে আনেন তাহলে হয়তো একসময় দেখা যাবে তাঁদের ভাই-বোন, সন্তান-সন্ততিরা ও " রোম্যান্টিক চিত্র কবিতা " নাম দিয়ে নিচে একটি সেক্স ভিডি ও বসিয়ে দেবে ! অতঃপর মনে মনে ভাববে , " বাহ্ ! আমি আজ একটা চমৎকার কবিতা বানালাম ! এটা আমার পুর্বপুরুষদের কবিতার চেয়ে অনেক উন্নত জীবন- ঘনিষ্ঠ চিত্র কবিতা হয়েছে "! ফেসবুকে যাঁরা কবিতায় খোলামেলাভাবে সরারি যৌনতা নিয়ে আসেন এবং যাঁরা ঐ কবিতায় 'লাইক' মারেন তাঁরা আসলে ফুলকেই ফুলের সৌরভ ভেবে ভুল করে বসেন !
কবিতায় যৌনতা আসবে পরোক্ষভাবে শৈল্পিক ভাষায় ! যৌন কবিতার প্রকৃত পাঠক-পাঠিকা সুরসিক-রুচিশীল ও দুরদর্শী হয়ে থাকেন ! "আকাশের অবস্থা খারাপ..." বললেই পুরো বিষয়টা তাঁরা অনুধাবন করতে পারেন ! ঝড়-বৃষ্টি নামিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে তাঁদেরকে বিষয়টা বুঝাতে হয়না !কবিতায় যৌন জীবন সাজবে রোম্যান্টিক ও শৈল্পিক শব্দমালায় | যেমন নজরুল তাঁর " বিদ্রোহী " কবিতায় কী সুন্দর করে সাজালেন- " আমি যৌবনভীতু পল্লীবালার আঁচর কাঁচলি নিচোর " ! আর আমাদের কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর দম্পতির যৌন বিষয়টি ইঙ্গিত করে লিখেছেন-- " লোকেরা ভুলিয়া যায় দাম্পত্যটা হ ই লো একটা আর্ট ! প্রতি দিন ইহাকে নতুন নতুন করিয়া সৃষ্টি করিতে হয় " | এ ছাড়া রবীন্দ্রনাথের " দুই বিঘা জমি " কবিতায় দেখুন যৌনতার কী চমৎকার শৈল্পিক বর্ণনা-- " বংগের বধু-বুক ভরা মধু জল লয়ে যায় ভরে / না বলিতে প্রাণ কয়ে আন্ চান্......" //
অত এব, আমাদের রোম্যান্টিক কবিদের মনে শুভ বুদ্ধির উদয় হোক |
-------------------------------------
১৮-৮--২০১৫ ঈসায়ী ,
ফটিকছড়ি,চট্টগ্রাম |