আগের মতো নেই
নাছির বিন ইব্রাহীম
তাল গাছে নেই আগের মতো তাল
লাফ দেবো কই, খরস্রোতা খাল?
খালের পাড়ের ক্ষেত খামারও নেই
হারিয়ে গেছে সবার অজান্তেই
-
বটগাছটাও নেই যে আগের মতো
খেলাও চোখে পরেনা আর অতো,
পুকুরে নেই পাড়ার ছেলের দলও
বলতে পারো কেন এমন হলো?
-
আম গাছে কই,থোকা থোকা আম?
টল টলে রস ভরাও, কালো জাম,
বড়ই গাছের মিলেও নাতো দেখা
চুরি করে যায়না তো কেউ একা।
-
টুনটুনি আর ময়না পাখি নিয়ে
কিংবা মিছে, পুতুল খেলার বিয়ে,
ঐ সুপারী গাছের বাঁকল খেলায়
যাচ্ছে কি কেউ আগের মতো মেলায়?
-
যুগের হাওয়ায় বদলে গেছে সব
আগের মতোই পাখির কলরব,
যায় কি শুনা? আছে বড় চাষা?
মাটির গুদাম ঘর নেই,আছে বাসা।।
-
বাসায় বসে, সুখের আশায় থাকি
ভবিষ্যতের, রঙিন ছবিই আঁকি,
উঁচু দালান,ইট পাথরের খাঁটি
অথচ শেষ, ঠিকানাটাও মাটি।।