“ ব্লগার এর সহজ অর্থ হচ্ছে যিনি ব্লগ লিখেন “ এই ব্লগ
নানা ধরনের হতে পারে, যেমন আস্তিক্যবাদ, নাস্তিক্যবাদ,
ধর্মদর্শন, সমাজ দর্শন, বিজ্ঞান-প্রযুক্তি ইত্যাদি । এটা নির্ভর
করে লিখকের মন-মানষের উপর । যিনি যে বলয়ে অবস্থান

করেন তার লিখায় ( ব্লগ ) সেটাই প্রতিফলিত হবে এটাই
স্বাভাবিক । আমাদের সমাজে-রাষ্টে এমন কিছু ব্লগার আছেন
যাদের একমাত্র কাজ দেশের বৃহত্বম জনগোষ্ঠির ধর্মীয়
অনুভুতিতে আঘাত দিয়ে একটা বিশৃঙ্খলা সৃস্টি করা । 
বিদেশী প্রভূদের মদদপুষ্ট হয়ে, তাদের আর্থিক আশির্বাদে
শিক্ত হয়ে প্রভূদের এঁকে দেয়া ছক অনুযায়ী আল্লাহ্ , রাসুল ,
ইসলাম , মুসলিম সস্পর্কে কটুক্তি তথা বিষদগার করাই তাদের
ধর্ম এবং একমাত্র কর্ম । আমার ধারনা এ কাজটা সব সময়
তারা অন্তর থেকে বা তার বিস্বাস থেকে করেন এমনও নয়,
বরং বিদেশী প্রভূদের আর্থিকআশির্বাদ তার উপর কতটা বর্ষিত 
হয়েছে তার উপরও অনেকটা নির্ভর করে ।
এতকিছুর পরেও তাদের গায়ে মুক্তমনার তক্মা লাগিয়ে দেয়াহয় ।
একজন মুক্তমনার লিখায় সকলের কথা সমান ভাবে থাকা উচিৎ 
বলে আমি মনে করি । যার লিখায় একটা বিশেষ জাতি-গোষ্ঠি 
বা সমপ্রদায়ের উপর বিষদগার করা হয় তাকে আর যাই হোক 
মুক্তমনা বলার সুযোগ আছে বলে অন্তত আমি মনে করি না । 
বরং আমি মনে করি এই বিষদগার ছরিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারী
ব্লগ লিখকদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ 
আইনানুগ ব্যবস্থা গ্রহন করা রাষ্ট তথা সরকারের দায়ীত্ব ।”
 
Top