মায়া, মমতার ফুল!
--------------আবদুস সামাদ
--------------১৫-০৫-১৬ ইং
দগদগে প্রজ্জ্বলিত তীব্র
দাহে ভষ্মিত সব,
এইধার ঐধারে কেবলই
বেদনার কলরব।
ছোট, বড়, নারী, পুরুষ
কাঁপে থরথর !
কখন জানি কে কার ?
কাঁড়ে জীবন স্বর !
আলোহীন আঁধারে ঢাকা
ঐ মরু প্রান্তর !
মায়া, মমতা বর্জিত পাথর
যেন সবার অন্তর।
মায়াহীন পাশবিকতায় দগ্ধ
সেকি! জাতীর হাল !
হেরা থেকে নেমে আসে
হাতে আলো মশাল।
কোন সে মহান বাণী নিয়ে
এলেন প্রিয় রা’সুল,
পাষানের বুকে ফুটান তিনি 
মায়া, মমতার ফুল!
মায়া, মমতার সুবাস পেয়ে
জাগে সবার অন্তর !
দয়া, মায়ার আলোয় ভরে 
মরুর সেই প্রান্তর !
 
Top