" আমি দুলছি "

কী এক স্বপ্নের দোলায় আমি দুলছি
আমি কোন বিভীষিকায় পথ চলছি?
যা কিছু লিখি, সবকিছুতেই ভিড় করে মেকি
সততা, বিশ্বাস,ভালবাসার উর্দ্ধে ব্যাক্তি স্বার্থটাই প্রাধান্য দেখছি।
মিলন মেলায় হয়না মিলন, যে যত পারে করে আস্ফালন
ক্ষমতার দাপট, মাথা পড়ে পটাপট,
কারো নেই রক্ষা, ব্যাধি যে যক্ষা
নেই তোয়াক্কা কারো মতামত।
দেশের বা দশের জন্য নয় কিছু
সব বড় বড় ফাঁকা বুলি,
দেশকে ভালবাসি, ভালবাসি দুঃখী'র হাসি
এ সবই মুখের চুলবুলি।
যতদূর চোখে পড়ে, ঘরে বা বাহিরে
স্বৈরাতন্ত্র, একনায়কতন্ত্র এ সবকিছুর উৎস কাঙ্খিত ক্ষমতার,
অবিশ্বাসের হাতছানি দেয় প্রতিটি কাজে,সবার মাঝে
মূল্য থাকেনা সততা কিংবা দক্ষতার।
বিষদাহ যখন ঢুকে অন্তরে, ঘরে কিংবা বাহিরে
ভালোবাসার স্থলে ছুড়ে কঠোর বাক্যবাণ,
সু এর মাঝে ঢুকে যায় কু
এই হয় তখন মনুষত্বের অবদান।
ভালোবাসা বলে যা কিছু আছে, সবকিছুতেই পূণ্য
এখানেও মানুষের আচরণ হয় জঘন্য,
প্রাপ্তিতে মিলেনা প্রাপ্য, তাইতো থাকে পরিতাপ্য
ধ্বংসলীলায় বিশ্বাসী যে, যোগ্যতায় সে অকর্মণ্য।
 
Top