আছিসরে কোন খেয়ালে?
..
কবিতা মাহবুবা
....
ভোগের পেয়ালায় লাথ্থি মার
আছিসরে কোন খেয়ালে?
মযলুমের কান্নায় ভারী বাতাশ
মুসলিমের পিট ঠেকছে আজ দেয়ালে।
ওরে তুই আছিসরে কোন খেয়ালে?
রঙ্গিন চশমায় লাগিয়ে চোখ
দেখিস রঙ্গিন দুনিয়া,
ওরে দেখিস না কি রে খাচ্ছে তোরে লুটে,নতুন জমানার নব্য দস্যু বেনিয়া?
তোর আলসিয়া রক্তে নব চেতনার আগুন লাগা,ওরে দেখ চেয়ে দেখ তুই
ঘুমের রাজ্যকে আজ জাগা,
দ্বীন খোর দস্যুদের তুই ভাগা।
জালিমের রক্তে তোর রাজপথ কর রাঙ্গা,
ওরে বেখেয়ালি তোর তরবারী কেন আজ ভাঙ্গা?
ওরে তুই আছিস রে কোন খেয়ালে?
দেখ চেয়ে দেখ তোরে খাচ্ছে রাগব বোয়ালে।
বাঁচতে চাস তো শির উঁচু করে দাঁড়া,
চারিদিকে দুশমন তোর চোখ কান রাখ খাঁড়া।