শিক্ষক আমি তাকেই বলি ,
অন্তরে যার জ্ঞানের আলো ।
সত্য জ্ঞানের প্রদীপ জ্বেলে ,
দূর করেণ সকল কালো ।।
ওস্তাদ, পীর, শিক্ষক, গুরু ,
হয় সমান্তরাল – একই কথা ।
সত্য জ্ঞানের ভান্ডার যিনি ,
মিটায় প্রয়োজন যাহা-যথা ।।
শিক্ষাগুরুর মহান ব্রত ,
বিশ্ব-ভুবন আলোয় ভরা ।
গড়েন তিনি আলোকিত মানুষ ,
যারা সত্যের দারে নাড়বে কড়া ।।
শিক্ষক যদি হন আলোকবিহীন ,
নীতি-নৈতিকতা বিবর্জিত ।
শিক্ষার্থীরাও শিখবে সেটাই ,
হবে অন্ধকার-পাঁকে নিমজ্জিত ।।
চলমান যুগের শিক্ষক যারা ,
পেশাদারী শিক্ষাদানে রত ।
অনেকেই তারা ভুলে গেছেন ,
সঠিক কি তাদের ব্রত ।।
কলঙ্ক তারা শিক্ষক নামের ,
যারা কুপথে – ভ্রষ্ট মতি ।
লাঞ্চিত তারা দোনো জাহানে ,
নিশ্চয় বঞ্চিত হবে সুগতি ।।
পুঁথিগত শিক্ষাই সবটুকু নয় ,
চাই নৈতিক শিক্ষার আলো ।
তবেই ভুবন আলোকিত হবে ,
দূর হবে কুশিক্ষার কালো ।।
“ আজম খান “
২১/০৫/২০১৬ ইং
অন্তরে যার জ্ঞানের আলো ।
সত্য জ্ঞানের প্রদীপ জ্বেলে ,
দূর করেণ সকল কালো ।।
ওস্তাদ, পীর, শিক্ষক, গুরু ,
হয় সমান্তরাল – একই কথা ।
সত্য জ্ঞানের ভান্ডার যিনি ,
মিটায় প্রয়োজন যাহা-যথা ।।
শিক্ষাগুরুর মহান ব্রত ,
বিশ্ব-ভুবন আলোয় ভরা ।
গড়েন তিনি আলোকিত মানুষ ,
যারা সত্যের দারে নাড়বে কড়া ।।
শিক্ষক যদি হন আলোকবিহীন ,
নীতি-নৈতিকতা বিবর্জিত ।
শিক্ষার্থীরাও শিখবে সেটাই ,
হবে অন্ধকার-পাঁকে নিমজ্জিত ।।
চলমান যুগের শিক্ষক যারা ,
পেশাদারী শিক্ষাদানে রত ।
অনেকেই তারা ভুলে গেছেন ,
সঠিক কি তাদের ব্রত ।।
কলঙ্ক তারা শিক্ষক নামের ,
যারা কুপথে – ভ্রষ্ট মতি ।
লাঞ্চিত তারা দোনো জাহানে ,
নিশ্চয় বঞ্চিত হবে সুগতি ।।
পুঁথিগত শিক্ষাই সবটুকু নয় ,
চাই নৈতিক শিক্ষার আলো ।
তবেই ভুবন আলোকিত হবে ,
দূর হবে কুশিক্ষার কালো ।।
“ আজম খান “
২১/০৫/২০১৬ ইং
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন