বিবেক যোদ্ধা

এমআর রকি

~~~~~~~~~~~~~~~~~~
 কাব্য কবিতা যাই লেখ ভাই

হও যত বড় সাহিত্যিক,
এক আনাও নেই মুল্য তোমার
যদি না দেখাও সত্য দিক।
তোমার লেখনী না হয় যদি
জোর জুলুমের প্রতিবাদ,
যে অথবা যাই হও তুমি
জন্মই তোমার অপরাধ।
লেখার আঘাতে না করো যদি
ভ্রষ্ট রাজার বক্ষ ছেদ,
সৃষ্টি তোমার সব হবে পাপ
যদিও লেখো কোরআন, বেদ।
জাত প্রভেদে জাতীর তুমি
বিবেক নামের যোদ্ধা ,
কিসের কানুনে রুখবে তোমায়
কার আছে স্পর্ধা।
 
Top