কলম
ই স লা ম ত রি ক
লাঞ্চিত চুম্বন ত্রাসে কাঁপে বিশ্ব
কলমের ঠোঁটে ভাসে মুক্তির দৃশ্য।
মিথ্যার তুফানে
উচ্ছল উজানে
কলমের ব্যবহার জালিমের ভীষ্ম।।
:
কলমের ঠোঁটে আজ ইতিহাস দীপ্ত
শঙ্কিত কবিতায় তার কালি ক্ষিপ্ত।
দুূর্জয় যুক্তিতে
দুর্গম মুক্তিতে
কলমের কন্ঠ শুরু থেকে লিপ্ত।।
:
শতাব্দীর দিগন্তে কলমের চিহ্ন
ঘৃণিত মহাত্রাস করে দেয় ছিন্ন।
বিজয়ের কেতনে
সঞ্চিত চেতনে
কলমের শক্তির রাজবেশ ভিন্ন।।
:
কলমের কম্পিত নির্ঝর ছন্দ
গর্বিত উল্লাস ভেঙ্গে দেয় দ্বন্দ্ব।
কবিতার খাতাতে
জীবনের পাতাতে
কলমের শক্তি দলে দিক মন্দ।।
:
সান্তাহার, বগুড়া।