শিরোনাম

0


আজম খান
নিবেদন

তৌফিক দিও হে মহান যেন ,
তোমার ইবাদত করি শুদ্ধ
শিরক-বিদাত আপনায়ে যেন ,
তোমাকে পাবার পথ না করি রুদ্ধ ।।

জীবন ভর যেন থাকি মুক্ত ,
নাফরমানী আর শিরক-বিদাত
মৃত্যুকালে নসিব হয় যেন ,
তোমার কালেমা শাহাদাত ।।

যে পথে তোমার চির অভিষাপ ,
যে পথে ভ্রান্তিতোমার লানত
সে পথে যেন না যাই কভু ,
আপন মহিমায় কর হিফাজত ।।

যে পথ তোমার আলোয় ভরা ,
অতিক্রান্ত তোমার অনুগামী যারা
যে পথের শেষে জান্নাত মিলে ,
সে পথেই যেন চলি মোরা ।।

রাসুলের দেখানো আলোর পথে ,
চলি যেন সারা জীবন ধরে
সহিহ্শুদ্ধ কুরআন-হাদীস ,
যেন মিটায় পিপাসা জীবন ভরে ।।

যেটুকু ইবাদত নির্দিষ্ট তোমার ,
সেটুকু যেন করি নির্ভুল
পূর্ণহবে মোর সকল পাওয়া ,
পুষিনা সন্দেহ মনে একচুল ।।

ভ্রান্ত হাদীসে বিভ্রান্ত না হই ,
না যেন পরি হঠকারীর কবলে
কখনও যেন না পরি কভু ,
কালাম অপব্যাখ্যাকারীর ছোবলে ।।

মনবল দিও দৃঢ় মজবুত ,
দিও দৃপ্ত ঈমানী বল
রুখে দিতে সকল পাপাচার ,
ঋপুর তারণা-শয়তানের কল ।।

বেহেস্ত-দোজখ চাইনা আমি ,
চাই শুধু তোমার ভালবাসা
উত্তম আবিদ যেন হতেপারি ,
তবেই পূর্ণ মোর সকল আশা ।।

আজম খান

১২/০৫/২০১৬ ইং

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top