0








প্রিয় রব
মো. আলানূর হোসাঈন
খেপুপাড়া,পটুয়াখালী।

কার কথাতে উঠছে রবি ,পাখীর কণ্ঠে সুর ।
কার কথাতে বইছে তরী ,জীবন সমুদ্রর ।
কার কথাতে পাচ্ছ আলো, বইছে হিমেল হাওয়া ।
কার করুনায় পাচ্ছ মা কে, যার কোলে সুখপাওয়া।
কার করুনায় বইছে নদী , শান্ত দিঘির জল ।
কার ইশারায় দিচ্ছে মধু , মৌ মাছিদের দল ।
কার ইশারায় পাচ্ছ রাত , ঘুম আসে দুই চোখে।
কার করুনায় সুস্থ দেহ , কাটছে জীবন সুখে ।
কার করুনায় হইছ গায়ক , আজকে মহা কবি।
কার দেয়া রং তুলি দিয়ে ,আঁকছ ধরার ছবি ।
কে দিয়েছে শাপলা ঝিলে , দিঘির জলে মাছ ।
কে দিয়েছে মন মাতানো , ফুল ভরা ঐ গাছ ।
কার নামেতে সাঁঝের বেলা, গাইছে পাখী গান । 
কার নামেতে জিকির কর , করছ টাকা দান ।
সে হল মোর সৃষ্টিকারী , আমার প্রিয় রব ।
যার চরণে সিজদা করে , এই ধরনীর সব ।।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top