নিজের হাতে শিখছে খুকু খানা
মোঃ ইউসুফ
নিজের হাতে খুকুমণি
শিখছে খেতে খানা
সামনে যা পায় সব মুখে দেয়
কেউ করেনা মানা।
খবর শুনে দেখতে এলো
খুকুর নানি নানা
নিজের হাতে খাচ্ছে দেখে
খুশিতে আটখানা।
মাটির ধলা
ময়লা , কয়লা
সব কিছুই দেয় মুখে
বুড়ির মত চিবায় দেখে
হেসে সারা
সব লোকে।
তেলাপোকার চাওটারে
মুখে দিছে পাও ধরে
অস্ত একটা মরিচ খেয়ে
ঝালের চোটে চিক্কারে।
আমরা সবে ব্যস্ত
এখন করি কি
গুড়, চিনি ঠেসে
খুকুর মুখে দি।