ছড়া
এই গরমে
.
Md Abdul Aziz Minyajee
বাধ্ মানেনা সুর্য
টাযে
রাগ করেছে ঢের,
গ্রীষ্ম কালের আজ
দুপুরে
পাচ্ছি সবাই টের ।
.
মহিষ গরু চরছে
মাঠে
রাখাল গাছের ছায়,
ক্লান্ত দেহ দেয়
এলিয়ে
ঘাসের বিছানায় ।
.
মানুষ গরু দিচ্ছে
সাঁতার
-দীঘির ঘোলা জল,
সেই জলেতে খেলছে দেখো
দুষ্ট ছেলের দল ।
.
গৃহিনীরা ঘর ছেড়ে
আজ
ভিরছে পুকুর পাড়,
আম কাটে আর
নিন্দে করে
ভীষণ গরমটার ।
.
তবু গরম থামছে
নাযে
কিবা করার আর,
শিখছে আগেই হাত
পাখাটা
করতে ব্যাবহার ।
.
বাধ্ মানেনা সুর্য
টাযে
রাগ করেছে ঢের,
গ্রীষ্ম কালের আজ
দুপুরে
পাচ্ছি সবাই টের ।
.
মহিষ গরু চরছে
মাঠে
রাখাল গাছের ছায়,
ক্লান্ত দেহ দেয়
এলিয়ে
ঘাসের বিছানায় ।
.
মানুষ গরু দিচ্ছে
সাঁতার
-দীঘির ঘোলা জল,
সেই জলেতে খেলছে দেখো
দুষ্ট ছেলের দল ।
.
গৃহিনীরা ঘর ছেড়ে
আজ
ভিরছে পুকুর পাড়,
আম কাটে আর
নিন্দে করে
ভীষণ গরমটার ।
.
তবু গরম থামছে
নাযে
কিবা করার আর,
শিখছে আগেই হাত
পাখাটা
করতে ব্যাবহার ।