0




প্রিয় মল্লিক

----তাওহীদুল ইসলাম

আজো হাহাকার করে ওঠে হৃদয়
মল্লিক তুমি কোথায়?
ব্যথা গুলো সব জমা রয়
মন বাগানের কোণায়।
গান কবিতার মিষ্টি পাখি তুমি
তুমি প্রিয় কবি,
হৃদয় বাগানের ফোটা ফুল তুমি
তুমি শান্তির ছবি।
যদি বাগান থেকে একটি ফুলের
সুবাস পেতাম নাকে,
হাসিটা তোমার ফুটে উঠত যেন
সেই ফুলের-ই বাঁকে।
এত মন মাতানো আয়োজন রেখে
কোথায় পালিয়ে গেলে?
পাষাণ হৃদয়ের পাখা দুটি মেলে
কোমল হৃদয় ফেলে?
জান্নাত পায় প্রভু যেন মোর
গান শুনানো শালিক,
মন আকাশে ডাকে একটি পাখি
আমার প্রিয় মল্লিক।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top