shopno dekho khoka by Nasir Bin Ibrahim
"স্বপ্ন দ্যাখো খোকা"
নাছির বিন ইব্রাহীম
কি হয়েছে? কাদছো কেন খোকা?মা বকেছে? দুষ্টু ছেলে, বোকা?
মায়ের কথায় কাঁদতে আছে?
দিতে আছে ধোঁকা?।
-
মায়ের কথায় মন খারাপের কারনও নেই
মায়েরা তো বকেনা আর অকারণেই,
হবেনা এক রোকা
স্বপ্ন দ্যাখো খোকা
লেখা পরা শিখে অনেক বড় হবে
জ্ঞানে গুণে খ্যাতি যেন ছড়ায় সারা ভবে।
-
খোদার হুকুম তামিল ছাড়া
ভিন্ন পথে চলছে যারা
সঙ্গ তাদের ছেড়ে দিয়ে সঠিক পথেই চলো
বুঝতে হবে ঈমান যেন না হয় টলমলও।
-
বিশ্ব জয়ের স্বপ্ন দ্যাখো
লেখো এবং চলতে শেখো
স্বপ্ন দ্যাখো মানুষ এবং মানবতার মাঝে
উজাড় করে দাও নিজেকে সকল ভালো কাজে।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন