খুকুর ভাবনা
রাবেয়া বেগম লাকীশিশির ভেজা সবুজ ঘাসে চপল পায়ে চলে,
তিড়িং বিড়িং ফড়িং মেয়ে কিসের কথা বলে?
গুনগুনিয়ে মৌমাছি ফুলে ফুলে ঘোরে,
কুহু কুহু মধুর তানে কোকিল যখন উড়ে!
হংসমিথুন কেমনকরে দীঘির জলে খেলাকরে!
অবাক হয়ে খুখুমণি দেখে দু'চোখ ভরে।
ভাবে বসে এসব কিছু সৃষ্টি কেমন করে?
দূুর আকাশে মেঘের ভেলা কেমন করে ভাসে?
সূর্যিমামা লুকিয়ে গিয়ে রাত্রি ফিরে আসে!
কেমন করে চাঁদমামা মেঘের কোলে হাসে?
জড়িয়ে ধরে মা মনি বসল এসে পাশে,
মায়ের কাছে প্রশ্ন মনি রাখলো অবশেষে।
সবকিছু সৃষ্টি খোদার দয়ার পরশে।
নিয়ম মেনে চলছে সবি তারঁই আদেশে।