তবুও কষ্ট নেই
........এমআর রকি
--------------------
অনেক দিন কষ্টের পথ ধরে হাঁটছি,
কষ্ট দেখার জন্য।
অমাবশ্যা রাতের কাছে কষ্ট খুঁজি,
বলে কষ্ট কোথায়,
সুখেই তো আছি।
বুকভরা তারা, হাসনাহেনার গন্ধ,
বঁাশ ঝাড়ে জোনাকির লুকোচুরি,
আর ভুঙ্গারিকার মুক্তকন্ঠে গান,
কষ্ট কোথায় ?
যেন কষ্টের অবসান।
কুজ্ঝটিকার কাছে কষ্ট খুঁজি,
বলে নেই,
তিলক সমান কষ্টও আমার নেই,
আমার ঝরে যাওয়া এক বিন্দু
যেন সবুজ বাংলার কপালে -
লাল টিপ হবার সৌভাগ্য,
আমার সৌভাগ্য যেন
পল্লীবধূর কোমল পায়ে
প্রভাতী স্নানের প্রথম স্পর্শ ।।
(কাব্য : কামনা হীন প্রতীক্ষা -২১শে বইমেলা ০৯)