http://shotokotha.blogspot.com/2016/05/blog-post_137.html

সাপ্তাহিক সাহিত্য আসরের ফিরে দেখা চারটি পর্বে সেরা লেখক লেখিকাদের নাম সহ তাদের ছড়া কবিতা::পর্ব ৭৩;৭৪;৭৫;৭৭



শত কথা



মানুষ

আব্দুল হাকিম

-------------
মানুষ মানে সভ্য কিছু
সত্য মিথ্যার ফারাক বোঝা
মানুষ মানে মহান রবের
সুন্দর সঠিক পথটি খোঁজা।
.
মানুষ মানে দয়ায় ভরা
কায়েম করবে ন্যায় ও নীতি
মানুষ মানে সদা সতর্ক
অন্যের যেন হয় না ক্ষতি।
.
মানুষ মানে সবার সেরা
প্রভুর যত সৃষ্টি আছে
মানুষ মানে শীতল ছায়া
অন্য সকল প্রাণীর কাছে।
.
মানুষ মানে জেগে ওঠা
মিথ্যাবাদীর টুটি চেপে
মানুষ মানে অন্যায় দেখে
প্রতিরোধে পড়বে ঝেঁপে।
.
মানুষ মানে এক অধিকার
ধর্ম বর্ণ নির্বিশেষে
মানুষ মানে দূর মুসাফির
দুনিয়াতে পথিক বেশে।
.
মানুষ মানে বাঁচতে শেখা
সংগ্রাম করে ধরার মাঝে
মানুষ মানে পান্থশালা
সদা প্রস্তুত ফেরার সাজে।
----------------------------
২//

জীবাত্মা

জুবায়ের তালহা


আমি রক্তের মিষ্টি পিপাসা নিয়ে
খুবলে চলি পিশাচ সুলভ,
তবে কি জিঘাংসু হায়েনা আমার পরিচয়!
আমি তীব্র ঠোকরের উম্মতায় উপড়ে ফেলি সবুজ জনপদ,
তাহলে কি হিংস্র ঈগল আমার নাম!
আমি সম্ভোগের অক্লান্ত লালসা নিয়ে
করে চলি জনাকীর্ণ ধর্ষন,
তবে কি আমি নির্লজ্য শুকর !
আমি এক সাগর ক্ষুদার সাধে
সাফ করে যাই শস্য ক্ষেত,
তাহলে কি নির্বোধ গাভী আমি !
না! না না
আসলে আমি তো এক মহান
জীবাত্মা
"মানব"
--------------------------------
৩//

ফিরে আয়

আব্দুল আজিজ মিঞাজী

-----------------
মানুষ কারে বলিস
সুজন
মানুষ কারে বলিস ?
মানুষ হয়ে তুই কি
সোজা
সরল পথে চলিস ?
.
যেথায় তোমার পূর্ব
পুরুষ
রইছে এখন পরে,
রাখিস কি তুই খবর তাদের
বসে নমাজ ঘরে ?
.
মিথ্যা মায়ায় রইলি
ডুবে
সারা জনম ধরে ,
গড়লি আপন ভুবন
টাকে
বেশ তো রংগিন
করে |
.
পাড়া পরশী গরীব
দুখী
রইছে রোগে পরে,
রাখিস কিতুই খবর
তাদের
বাঁচে কিবা মরে ?
.
ঐযে ভূখা পথের
শিশু
দেখিস কি চোখ
মেলে ?
ফেলানিদের লাশ দেখে
কি
ভাসিস নয়ন জলে ?
.
বুঁড়া তোমার মাতা
পিতা
কাঁন্দে বিছানাতে,
ফল্ ফলাদি ওষুধ
পথ্য
ঠিক মতো দিস
হাতে?
.
কালো টাকায় গড়িস
রে তুই
বিশাল বিশাল বাড়ী ,
হারাম খেয়ে ফুর্তি
করিস
বিলাস করিস নারী ।
.
টুপি পরে দেবীর
ঘরে
ছুটিস মাঝে মাঝে,
নিজকে ভাবিস ধন্য
মানুষ
কথা এবং কাজে ।
.
পাখির মতো মারিস
কতো
মানুষ খুশি মতো,
ভাবতে পারিস তার
স্বজনের ,
দু'চোখ ঝরে কত ?
.
আসল বিষয় করিস
নকল
কিশের বাহু বলে ?
থাকতে সময় আয়
ফিরে আয়
সরল পথে চলে ।
--------------------------------------
৪//

খোলসায়িত মানুষ

খাদিজা ইয়াসমিন

অন্ধকারের কালো চাদর দুরে ঠেলে
বিবেকের ডাকে জেগে উঠি!
আর কত বধির হয়ে রবো?
আর কত অমানুষের পোশাক পড়ে রবো?
অবয়বে 'মানুষ' হয়ে ফায়দা কিসে?
যদি মন মহল ভরে থাকে নিকৃষ্ট পশুত্বে।
নেতিয়ে যাওয়া বিবেককে আর একবার জাগরণের গান শোনাই!
শোনাই ঈমানের শাণিত বানী।
ন্যায় অন্যায়ের প্রার্থক্য বুঝে
বাড়াতে হবে সামনে চলার গতি।
ভঙুর পৃথিবী শোধণ করে মনুষ্যত্যের পরিচয় দিতে হবে।
আমরা 'মানুষ'!
দাবী করি জোড়সে..
অথচ সমাজ ভাঙনের হাতিয়ার আমাদের হাতেই গড়ে ওঠে।
শিক্ষায় নেই সুশিক্ষা...
জ্ঞানপাপীরা সমাজের হর্তাকর্তা।
বেড়ে গেছে অন্যায়, অবিচার নামক গাছের ডালপালা।
নীতির মূল উপ্রে
গ্রোথিত হয়েছে ভ্রষ্ট কৃষ্টি,
নষ্ট পথে পা কেটে আবার আমরাই করি 'মানুষ' দাবী।
নির্বাপিত হোক নীতিহীন রাজ্যের ব্যবসা,
পবিত্র হাওয়ায় শুকিয়ে যাক লোভের ঘাঁ।
নষ্ট আবেগের চোখ মুদে
বিপ্লবের রক্তে জেগে উঠুক মানবতা।
মানবতায় মিশ্রিত হোক শুদ্ধ মানবতা।
ভেদাভেদ ভুলে অবশিষ্ট থাকুক প্রতিশোধহীন ভালোবাসা।

৫//

মানুষ হতে হলে

দীদার মাহদী

———————
এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী
আমরা সকল মানুষ,
এই দাবীটা এখন নাকি
তুচ্ছ কথার ফানুস ৷
,
আজ মানুষের আচরণে
বনের পশু হারে,
এক মানুষে অপর মানুষ
পশুর মতো মারে ৷
,
জোর খাটিয়ে আঁকড়ে ধরে
একটা চেয়ার গদি,
পশুর মতো হয় আচরণ
এই মানুষের যদি ৷
,
সেই পশুরা শ্রেষ্ঠ প্রাণী
কেমন করে থাকে,
কোন কথাতে তাদের আবার
মানুষ বলে ডাকে ৷
,
চারদিকে আজ যাচ্ছে ছেয়ে
এই মানুষের লাশে,
হিংস্র পশু এসব দেখে
খিলখিলিয়ে হাসে ৷
,
মানবরূপি ওসব পশুর
মানুষ হতে হলে,
পশুর কর্ম ছেড়ে দিয়ে
আয় মানুষের দলে ৷
------------------------------
-----
http://shotokotha.blogspot.com/2016/05/blog-post_68.html

 
Top