শিক্ষা পাইছি""
সৌমিক আহমাদ মেরিন।
ছেলে : হায় লেডি
হাউ আর ইউ?
মেয়ে : আই অ্যাম ভেরিগুড,
ছেলে : তোমার হাতে কিসের বোতল.?
মেয়ে : নেশা করার ফুড।
ছেলে : তুমি কেন করবে নেশা
খাইছো ছ্যাঁকা কি?
এই জীবনে কয় 'শ জনে
দিয়ে ছিলে ফাঁকি ??
মেয়ে : সেঞ্চুরী পার করে ফেলে
হ্যাটট্রিক করতে গিয়ে
জন্মের মত ছ্যাঁকা খাইছি
হয়ে গেছে বিয়ে।
ছেলে : বিয়া হইছে খুশির কথা
এতে ছ্যাঁকার আছে কি,?
ঘর সংসার করতে থাক
হইতে পারো সুখী।
মেয়ে : কি আর কমু ভাই
সেই আশাতে ঘরে গেলাম
নিয়ে বউয়ের দাবি,
গিয়ে দেখি স্বামীর আমি
ছয় নাম্বার বিবি।
ছেলে : যেমন কর্ম করছো তুমি
তেমনি পাইছো ফল,
নয় নাম্বার বিবি হইলে
আমার সাথে চল!
মেয়ে : দুর -হ শালা, অনেক ভালা
আমার প্রথমে স্বামী,
শিক্ষা পাইছি ভুল পথে আর
চলবো নাকো আমি ।।