কলম সমর 
হামিদ হোছাইন মাহাদী

-
সম্মুখে আজ এগিয়ে যাবো

আসুক যতোই বাধা,
কলম দিয়ে করবো সমর 
করবো কালো সাদা।
-
অস্ত্র আমার লিখার কলম
বুলেট আমার কালি,
ছুটবো তখন ফুলের তোড়া
যখন দিবে গালি।
-
সত্য বাণী লিখলে তবে 
আসবে কথা শত, 
শির যে উঁচু রাখবো সদা
দাও যে বাধা যত।
-
 
Top