ছোট কথা, ৬৪

শত্রু আমার খুলে দিলো,
অন্ধ মনের দোর।
ফিরবে আবার বদ্ধ মনে,

আসবে নতুন ভোর।
কুজন এবার সুজন হবে,
দূর হবে সব কালো।
লক্ষ শত্রু করতে আপন,
বাসবো শুধু ভালো ।।

মোট‬ চার লাইনের প্রথম অক্ষরগুলো দিয়ে একটি নাম
 
Top