আরও পড়ুন ১৩টি ঈদের গান ও লিরিক্স
রমজান
ই স লা ম ত রি ক
দাও খোদা বেড়ে দাও ঈমানের দৃষ্টি
রমজানের রোজাটা মুমিনের কৃষ্টি।
রহমতে পূর্ণ
পাপরাশি চূর্ণ
রমজানের ফলটা আহা বেশ মিষ্টি।।
:
রমজানের এই ডাকে সাড়া দেয় বুদ্ধ
মাসব্যাপী চলমান ঈমানী যুদ্ধ।
মুমিনের আমলে
পূণ্যের শ্যামলে
শয়তান হয়ে যায় ভয়াবহ ক্রুদ্ধ।।
:
পাপরাশি মুছে দিয়ে মুক্তির চেষ্টা
এই রোজা মিটে দিক আত্মিক তেষ্টা।
মন্দকে নাচাতে
আত্মাকে বাঁচাতে
রমজানে বেড়ে যাক ঈমানি বেশটা।।
:
রমজান মুমিনের রহমতলুব্ধের
রমজান মুনাফিকের অতিশয় ক্ষুব্ধের।
জীবনের যুক্তি
পরিমিত মুক্তি
ভেবে দেখো রমজান কতটুকু মুগ্ধের?
:
সান্তাহার,বগুড়া।
আরও পড়ুন রমজানের চমৎকার ৩০টি ছড়া
মাহে রমজান
-মাহমুদুল হাসান খোকন
বছর ঘুরে আবার এলো
পাক মাহে রমজান,
মুসলিমের সিয়াম এলো
যাতে করে দম পান।
|
ফজরের আজান থেকে
মাগরিব হলে তবে,
খাদ্য খেতে বলে ডেকে
এভাবেই চলে সবে।
|
মন্দ কাজ ত্যাগ করতে
চায় সব রোজাদার,
মাস শেষে পূণ্য ধরতে
আছে যত বোঝা যার।
|
ফরজ সিয়াম ধর সবে
রমজান এক মাস,
রবের হুকুম গড়ে তবে
দিব সবে এক পাশ।
আরও দেখতে পারেন রমজানের ১৯টি গান ও লিরিক্স
রমজান _____
_____জয়নব জোনাকি।
রমজান মানে কি
শুধুই উপোষ
উদর খালি রাখা ?
কুরআন খতম,
তাসবিহপড়া
পানাহার মুক্ত থাকা ?
রমজান মানে কি
ইফতার পার্টি ,
নামিদামি খানা পিনা ?
মাথায় টুপি ,
মসজিদে নামাজ
কুলসমুক্ত বিনা ?
রমজান মানে কি
দ্বিধা দ্বন্দ্ব ,
তারাবীহ সংখ্যার রাকাত?
নাম কামাতে
ভিড়ের মাঝে ,
লোকদেখানো জাকাত ?
রমজান মানে কি
দ্রব্যমূল্যের
দ্বিগুণ দাম বাড়া ?
ক্ষমা পাওয়ার ,
আশায় থাকা ,
আত্মশুদ্ধি ছাড়া ???
০৫/০৬/২০১৬ ইং
(শিশুতোষ ছড়া)
রোজা
হামিদ হোছাইন মাহাদী
আম্মুকে আজ বলছে খোকা
রাখবে ত্রিশ রোজা,
চাইবে ক্ষমা করতে জমা
ভালো কাজের বোঝা।
পড়বে কুরান পড়বে হাদিস
বুঝে বুঝে রোজ,
কোথায় আছে দেখবে খোকা
ক্ষমার আয়াত খোঁজ।
সাহরি খেতে জাগবে যখন
পড়বে তাহাজ্জুদ,
বলবে খোকা মালের যাকাত
করতে পরিশোধ।
মসজিদে সব করবে আদায়
সকল ফরয নামাজ,
ব্যস্ততা সব রাখবে ফেলে
থাক না যতই কাজ।
০৬/০৬/২০১৬
পবিত্র মাহে রমজান
মোঃ মনিরুল ইসলাম মামুন
জীবনটাকে পাপ মুক্ত
করতে সরল সোজা
মহান আল্লাহ পূণ্য ভরে
দিছেন ত্রিশ রোজা।
ত্রিশ রোজায় ত্রিশ ফরয
শোনেন মুমিন বান্দা
নেয়ামত পেতে বন্ধ করুন
মন্দ সকল ধান্দা।
কোরআন পড়ুন,নামাজ পড়ুন
রাখুন ত্রিশ রোজা
কাঁধ থেকে নেমে যাবে
পাপের সকল বোঝা।
বিধান মেনে পালন করুন
পবিত্র মাহে রমজান
তারই সাথে শরিক হতে
সবাইকে আজ সমজান।
আরও পড়ুন ১৩টি ঈদের গান ও লিরিক্স
রমজান
ই স লা ম ত রি ক
দাও খোদা বেড়ে দাও ঈমানের দৃষ্টি
রমজানের রোজাটা মুমিনের কৃষ্টি।
রহমতে পূর্ণ
পাপরাশি চূর্ণ
রমজানের ফলটা আহা বেশ মিষ্টি।।
:
রমজানের এই ডাকে সাড়া দেয় বুদ্ধ
মাসব্যাপী চলমান ঈমানী যুদ্ধ।
মুমিনের আমলে
পূণ্যের শ্যামলে
শয়তান হয়ে যায় ভয়াবহ ক্রুদ্ধ।।
:
পাপরাশি মুছে দিয়ে মুক্তির চেষ্টা
এই রোজা মিটে দিক আত্মিক তেষ্টা।
মন্দকে নাচাতে
আত্মাকে বাঁচাতে
রমজানে বেড়ে যাক ঈমানি বেশটা।।
:
রমজান মুমিনের রহমতলুব্ধের
রমজান মুনাফিকের অতিশয় ক্ষুব্ধের।
জীবনের যুক্তি
পরিমিত মুক্তি
ভেবে দেখো রমজান কতটুকু মুগ্ধের?
:
সান্তাহার,বগুড়া।
আরও পড়ুন রমজানের চমৎকার ৩০টি ছড়া
মাহে রমজান
-মাহমুদুল হাসান খোকন
বছর ঘুরে আবার এলো
পাক মাহে রমজান,
মুসলিমের সিয়াম এলো
যাতে করে দম পান।
|
ফজরের আজান থেকে
মাগরিব হলে তবে,
খাদ্য খেতে বলে ডেকে
এভাবেই চলে সবে।
|
মন্দ কাজ ত্যাগ করতে
চায় সব রোজাদার,
মাস শেষে পূণ্য ধরতে
আছে যত বোঝা যার।
|
ফরজ সিয়াম ধর সবে
রমজান এক মাস,
রবের হুকুম গড়ে তবে
দিব সবে এক পাশ।
আরও দেখতে পারেন রমজানের ১৯টি গান ও লিরিক্স
রমজান _____
_____জয়নব জোনাকি।
রমজান মানে কি
শুধুই উপোষ
উদর খালি রাখা ?
কুরআন খতম,
তাসবিহপড়া
পানাহার মুক্ত থাকা ?
রমজান মানে কি
ইফতার পার্টি ,
নামিদামি খানা পিনা ?
মাথায় টুপি ,
মসজিদে নামাজ
কুলসমুক্ত বিনা ?
রমজান মানে কি
দ্বিধা দ্বন্দ্ব ,
তারাবীহ সংখ্যার রাকাত?
নাম কামাতে
ভিড়ের মাঝে ,
লোকদেখানো জাকাত ?
রমজান মানে কি
দ্রব্যমূল্যের
দ্বিগুণ দাম বাড়া ?
ক্ষমা পাওয়ার ,
আশায় থাকা ,
আত্মশুদ্ধি ছাড়া ???
০৫/০৬/২০১৬ ইং
(শিশুতোষ ছড়া)
রোজা
হামিদ হোছাইন মাহাদী
আম্মুকে আজ বলছে খোকা
রাখবে ত্রিশ রোজা,
চাইবে ক্ষমা করতে জমা
ভালো কাজের বোঝা।
পড়বে কুরান পড়বে হাদিস
বুঝে বুঝে রোজ,
কোথায় আছে দেখবে খোকা
ক্ষমার আয়াত খোঁজ।
সাহরি খেতে জাগবে যখন
পড়বে তাহাজ্জুদ,
বলবে খোকা মালের যাকাত
করতে পরিশোধ।
মসজিদে সব করবে আদায়
সকল ফরয নামাজ,
ব্যস্ততা সব রাখবে ফেলে
থাক না যতই কাজ।
০৬/০৬/২০১৬
পবিত্র মাহে রমজান
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন