I want tears in the sky

আকাশের কান্না চাই

======= খোরশেদ মুকুল

সূর্যের অগ্নিরশ্মি বিচ্ছুরিত আজ

টেকনাফ থেকে তেতুলিয়া
রুপসা থেকে পাথুরিয়া।
বৈশাখে বাংলা রূপ নিয়েছে সাহারায়,
দগ্ধ দেশ, পাহাড়-ফুল- ফল।
ঘামের নদীতে সারা গা যেন বাথ টাব।
অতিষ্ঠ জনজীবন
যেন আল্লাহর গজব।
পাপ চেয়েছে আকাশ
ছুঁয়েছে পাতালপুরী
বিস্তৃত প্রিয় বদ্বীপ।

একটু আকাশের কান্না চাই
আল্লাহ তোমার দয়া চাই
একটু স্বস্তি চাই।
জানি পাপে-পাপীতে ভরেছে দেশ
শিশুরা তো নিষ্পাপ,
আছে তোমার অলি-আউলিয়া।
ফিরে চাও একটু
বৃষ্টি দাও প্রভু।
 
Top