0



কি রুপে আজ ভুলে গেলাম , 
এই মানুষটির কথা ।
লক্ষ মুসলিম করলো এক , 
এই মানুষটির মাথা ।
ঘুমিয়ে থাকা মানুষকে ভাই , 
জাগিয়েছেন যিনি । 
জেলখানাতে নির্যাতনে , 
কঙ্কাল প্রায় তিনি । 
ভুলে গেছি তাকে মোরা , 
মোরা বড়ই স্বার্থপর । 
তাইতো মোরা সুখে আছি , 
মাহমুদুর রহমান কারাগার ।
¡

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top