অণুগল্প
রাকিব ও তাঁর বন্ধুরা
হামিদ হোছাইন মাহাদী
রাকিব পনের বছরের টগবগে এক যুবক।চেহারার দিকে তাকালে মনে হয় মণিমুক্তা ঝরছে।ঢাকার স্বনামধন্য এক স্কুলের নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগের এবারে ভর্তি হয়েছে রাকিব।ছোটবেলা থেকে ধার্মিক পরিবারে বড় হওয়ায় ধর্মীয় অনুশাসন মেনে চলার ক্ষেত্রে খুব বেশি সিনসিয়ার।
স্কুলের অন্যান্য ছাত্রদের মত রাকিব অনর্থক ঘুরাফেরা, আড্ডাবাজ এসব পছন্দ করে না।একদিন এক বন্ধু এসে তার হাতে হাত রেখে বললো, চলো রাকিব আমাদের সাথে খেলতে যায়।আজকে আমাদের স্কুলের সাথে আইডিয়াল স্কুলের ক্রিকেট ম্যাচ আছে।
রাকিব বললো, 'না আমি খেলতে যাবো না,সারাদিন প্রখর রোদে খেলাধুলা আমার ভালো লাগে না।তবু সবার অনুরোধে রাকিব সেদিন বন্ধুদের সাথে খেলতে গেলো।
খেলা শুরু হলো,
খেলতে খেলতে হঠাৎ কর্ণে ভেসে আসলো মুয়াজ্জিনের আজানের সুমধুর সুর। রাকিব তার বন্ধুদের বললো, আমাকে মসজিদে যেতে হবে। চলো সবাই মিলে নামাজ পড়ে আবার খেলতে নামবো।
কার কথা কে শুনে!!
রাকিব ঠিকই বের হয়ে পড়লো মাঠ থেকে। জোহরের নামাজ আদায় করলো জামায়াতের সহিত। এদিকে মাঠে ঠিকই তার বন্ধুরা খেলায় ব্যস্ত।
টুর্ণামেন্ট কর্তৃপক্ষ রাকিবের উপর নিষেধাজ্ঞা জারি করলো। রাকিব মাঠে আর নামতে পারবে না।কারণ অনুমতি ছাড়া রাকিব মাঠ প্রস্থান করেছে।
সেদিন রাকিব মনে মনে প্রতিজ্ঞা করলো, এসব খেলা না খেললে কী ক্ষতি হয়?
আজ থেকে সব খেলাকে বিদায় দিলাম, বললো রাকিব।
পরিশেষে বাসায় ফিরে আসলো।এদিকে আম্মু বললো, তুই এতক্ষণ কোথায় গিয়েছিলি?
আম্মু আমি আজ বন্ধুদের সাথে এক ক্রিকেট টুর্ণামেন্ট খেলতে গিয়েছিলাম,খেলার
বাবা, তুমি সঠিক কাজ করেছ।খেলার মাঝখানেও স্রষ্টার অর্পণ করা দায়িত্ব থেকে বিরত থাকোনি, বললো রাকিবের আম্মু।
এবার পরদিন রাকিব স্কুলে গিয়ে সব বন্ধুদের সাথে সাক্ষাৎ করলো। একত্রিত করে সবাইকে বললো,
"হে আমার প্রিয় বন্ধুগণ!
শোন, এই দুনিয়ার জীবন খুব ক্ষণস্থায়ী। সবাইকে একদিন স্রষ্টার কাছে হাজির হতে হবে। আমাদের ইহকালীন জীবনের সকল কর্ম সেদিন সাক্ষ্য দিবে। তাই সকল ব্যস্ততার মাঝেও স্রষ্টার অর্পিত প্রধান কাজ পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকসময়ে আদায় করতে হবে। আমরা বিনোদন করবো কিন্তু যে বিনোদন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করবে, আমাদের মত যুবকদেরকে ভ্রষ্ট পথে নিয়ে যাবে তা থেকে আমরা বিরত থাকবো "।
ক্লাসের সকল বন্ধু হাত তালি দিয়ে রাকিবকে স্বাগত জানালো।সবাই পরস্পর হাতে হাত রেখে পণ করলো আমরা আজ থেকে রাকিব যা বলেছে তা মেনে চলবো ইনশাআল্লাহ। নিজেদেরকে জান্নাত উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলবো এবং দেশ ও মানবতার সেবায় নিজকে সদা নিয়োজিত রাখবো।
০৫/০৪/২০১৬