কলম
মোহাম্মদ আব্দুল ওয়াহিদ
আরস কুরসি ধন্য হল
লা ইলাহা'র কলমে
মানব জাতি ধন্য হল
রাসুলুল্লাহ'র জনমে।
কলম দিয়ে লিখা হল
কোরআন হাদিস জীবনী
কলম বিনে হয় কি বল
বিধি বিধান লিখনী ?
কলম আমায় শিক্ষা দিল
ন্যায়ের কথা বলতে,
আসুক যত বাধা বিপদ
সত্যের পথে চলতে।
ন্যায়ের কলম চালিয়ে যেতে
ক্ষেপোনা বুক ভয়েতে,
অন্যায় চরম লিখিয়ে যেতে
খেওনা কলম ক্ষয়েতে।
খোদার কলম হয়না বদল
ভাগ্যের লিখন অটুট,
তাঁর কলমেই উঠবে শেষে
যোগ্যের মাথায় মুকুট ।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন