আবু বকর মুহাম্মদ সালেহ

   স্বাধীনতার ছড়া
আবু বকর মুহাম্মদ সালেহ

স্বাধীনতার ছবি
উড়ছে তুলা উড়ছে ধুলা উড়ল পাখির ঝাঁক

মন উড়ে যায় ঈগল হয়ে মেঘ দিয়েছে ডাক

মেঘ উড়ে যায় উড়ে উড়ে খুঁজছে তারার ফুল
মেঘ উড়েনা উড়ছে যেন দুষ্টু মেয়ের চুল।
মেলল ডানা পাখির ছানা কিসের খোঁজে যায়
শালুক ফোটা বিল পেরিয়ে লাল সবুজের গায়
মুক্ত নদী বইছে সেথায় দূর সাগরের টানে
গল্প শোনায় ফিসফিসিয়ে হাওয়ার কানে কানে।
বইছে নদী,নদীর বুকে ডাকল খুশীর বান
মন সরোবর মুচকী হেসে শোনায় সুখের গান
গানের সুরে তালে তালে জলের নূপুর বাজে
স্বাধীনতার সুখ খুঁজে পায় কালের ভাঁজে ভাঁজে।
রংধনু
মন ভোলানো রঙের মেলায় রূপের আগুন জ্বলে
আকাশ থেকে নামল বুঝি রংধনু কোন ছলে
রক্ত জবা ফুলের মাথায় কে বেঁধে দেয় ঝুঁটি
আড়াল থেকে উঁকি মারে সবুজ মটর শুটি ।
নীল সাগরে কে মেশালো অত্তগুলো নীল
ভোরের আলোয় ফুটল যেন ঝলমলে ঝিলমিল
কে এঁকেছে প্রজাপতির এমন রঙিন ডানা 
মুগ্ধ হলো বন হরিণের দু’চোখ টানাটানা।
রংধনুটা রং ছড়ালো দেখনা দু’চোখ মেলে
সন্ধ্যাবাতি বনে বনে জোনাকি দেয় জ্বেলে 
তেমনি দেশের স্বাধীনতার রক্তরাঙা জামা
একাত্তরের গল্প শোনায় দীপ্ত রবি মামা।
স্বাধীনতার গান
বিলের জলে ফুল ফুটেছে ঘাড় দুলিয়ে হাসে
সাঁতার কেটে জল সখিরা ভেলার মত ভাসে
হাওয়ার পালে তাল মিলিয়ে জলের কলতান
স্বাধীনতার গান শোনাল স্বাধীনতার গান।
পথের ধারে উঠল হেসে লজ্জাবতী লতা
সেই হাসিতে ঝলসে ওঠে দীপ্ত স্বাধীনতা
বনের পাখি ডাক দিয়ে যায় মন করে আনচান
স্বাধীনতার গান শোনাল স্বাধীনতার গান।
বইছে নদী বইছে বাতাস হদয় ধরে টানে
তেপান্তরের মাঠ পেরিয়ে জয়ের অভিমানে
বুকের ভিতর জ্বলছে আগুন,আগুন অনির্বান
রক্ত ঋণে আনল ছিনে স্বাধীনতার গান।
 
Top