0


 স্ক্রিপ্ট রাইটিং কর্মশালা

.

প্রিয় সাহিত্যমোদী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ত্যাগ ও মহিমার কুরবানির শেষে আশারাখি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আমাদের নাটকের স্ক্রিপ্ট রাইটিং কর্মশালা আগামী ১০।০৮।২০ রোজ সোমবার রাত ৯ ঘটিকায় অনুষ্ঠিত হবে। যারা অংশগ্রহণ করতে চেয়েছেন তাদের জন্য শুভকামনা এবং আরো যারা সাথে অন্যান্য তাদের জন্যও আন্তরিক ভালোবাসা রইল।  

আমাদের "কলম ও কবিতা" পেইজে যারা এখনও লাইক দিয়ে রাখেননি। তারা নোটিফিকেশনের জন্য লাইক দিয়ে রাখুন। 

https://www.facebook.com/kkbpsp/

.

এটি একটি ফেসবুক লাইভভিত্তিক কর্মশালা বিধায় উন্মুক্ত। কর্মশালা শেষে স্ক্রিপ্ট প্রতিযোগিতা হবে। যাদের স্ক্রিপ্ট মানসম্মত হবে তাদের স্ক্রিপ্ট নাট্যরূপ করা হবে ইনশাল্লাহ। 

আরো কেউ অংশগ্রহণ করতে চাইলে কমেন্ট করে জানান। তাদের নামও যুক্ত করে নেবো।

সাহিত্যের প্রতিটি শাখায় আমাদের পদচারণা অব্যহত থাকুক।  

.

যারা অংশগ্রহণ করছেনঃ 

১. মোহাম্মদ কাইমুল ইসলাম ছোটন

২. মো. আশরাফুল ইসলাম 

৩. তাজ ইসলাম Taz Islam

৪. ইসলাম তরিক

৫. এনায়েত উল্লাহ সাইফী Anayet Ullah Saify

৬. নাজমুল বিন আশরাফ Najmul Bin Ashraf

৭.তাসনিম আলম

৮. হাবিব উল্লাহ বিশ্বাস Habib Ullah Biswash

৯.জাকারিয়া কবির

১০. আবু সাইফ রহমান Abusaif Rahman

১১. উম্মে হাবিবা রাহনুমা Umme Habiba Rahnuma

১২. রাহাতুল আলম

১৩. বশিরুল আলম Bashirul Alam

১৪. সাইফুল্লাহ শিব্বির

১৫. মো.মাসুদ রানা Md Masud Rana

১৬. আক্তারুজ্জামান মোল্লা 

১৭. শুকরান সাবিত

১৮. নাদিম হুসাইন

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top