0


প্রয়োজন
----------------
তাসলিমা জেরিন রিয়া
পদ্মার ঢেউ এর মত উচ্ছাস নৃত্যে,তুমি
চলে এস জমে থাকা সেই হিম শৈল ছাড়ি।
তোমাকে আজ বড় প্রয়োজন,সমাজের লাগি,
সুকরুণ সুরে ডাকছি তোমায়,হে সত্যের পূজারী।
.
উমর..,তুমি যদি এখনো বসে থাক স্বর্গালোকে
সত্যের মৃত্যু হবে, নিষ্ঠুরতার মর্ত্যালোকে
আর নয় দেরি, নেমে এস পৃথিবীর বুকে
পুণ্যের সায়রে ভাসিয়ে দাও পাপ- পঙ্কহিলতাকে।
.
তুমি দেখছ না? এই সব নর পশুদের,
মিথ্যার নিচে যারা চেপে রাখে সত্যটাকে,
নিজের তরে যারা পরের উপর চালায় অবিচার
ধূলায় মিশাও গর্ব তাদের, লুটাও অহঙ্কার।
.
আলী.., তুমিও বসে থেক না ঘাপটি মেরে
অতীতের সেই সিংহ হয়ে নেমে এস স্বর্গ ছেড়ে,
তোমাদের বরিতে আজ, উর্ধ্বালোকে সব হাত
ফিরিয়ে দাও সব অপমানের ঘাত-প্রতিঘাত।
.
অসহায়ের উপর রচিছে যারা বর্বরতার ইতিহাস
ভেঙ্গে মোচড়ে দাও তাদের দীর্ঘ সব কালো হাত,
প্রয়োজনে সৃষ্টি কর রক্তাক্ত সেই বদর প্রান্তর
মিথ্যার বিপরীতে যেথা এক হলো সব সত্য অন্তর।
.
হাজারের বিপরীতে লড়েছিল যেথা মাত্র তিন'শ সেনা
লক্ষ লক্ষ মুসলিম আজো শোধিতে পারিলনা দেনা,
মুসলিম জাতি আজ বড় অসহায় তোমরা হীনা
কমল কখনো কি ফুটিতে পারে, মৃণাল বিনা ??

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top