কারিগর
আব্দুল্লাহ আল মামুন



শিল্পী বানায় গানের ক্যাসেট
লেখক বানায় বই,
আম্মু বানায় মজার খাবার
আপু বানায় সই।


কামার বানায় লোহার জিনিস
কুমার বানায় হাড়ি,
ময়রা বানায় মিষ্টি দারুন
তাঁতি বানায় শাড়ী।


দর্জি বানায় জামা-কাপড়
কৃষক ফলায় ধান,
এমনিভাবে সব কারিগর
বাঁচায় মোদের মান।

 
Top