0
ইসলামই রবে রাষ্ট্র ধর্ম
________এমআর রকি
========================
বজ্রকন্ঠে তাকবীর দিয়ে
সামনে চলরে বীরের জাত
বাজাও দামামা উড়াও নিশান
জালিম রাজার ভাঙতে হাত।
তিতুমীরের বাংলাদেশ এই
শাহজালালের বাংলাদেশ,
ফেরাউনদের থাবায় ক্ষত -
জলদি সাজাও যুদ্ধবেশ।।
গর্জে উঠুক বাংলাদেশী
ধার্মিক সব যোদ্ধা বীর,
ইসলাম'ই রবে রাষ্ট ধর্ম
বলো নারায়তাকবির।।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top