0

আমি দেখেছি
===============
আমি দেখেছি কি অসহায় , পুলিশের অস্ত্র । 

দেখেছি তাদের নির্মম নিষ্ঠুর , পশুরুপ কর্ম । 
দেখেছি তাদের ভালোবাসা , মুষ্টিময় সততা । 
আমি দেখেছি আমাকে হত্যাকালে , পুলিশের নীরবতা । 
দেখেছি তাদের গণতন্ত্রকে , করা অপমান । 
আবার তাদেরই দেখেছি পুষ্প মাল্য গলে । পায় রাষ্ট্রীয় সম্মান । 
আমি দেখেছি কষ্ট তাদের , পল্টন মোরে ভাত খাওয়া । 
দেখেছি তাদের দুর্দিনে কোন প্রেমিক , যায় না কাছে পাওয়া ।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top